সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাফ প্যান্ট কিংবা মিনি স্কার্টে মন্দিরে এলে মিলবে না প্রবেশাধিকার। পরিস্থিতি অনুযায়ী পড়তে হতে পারে জরিমানার কবলেও। এই মর্মেই নোটিশ জারি করল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফফরনগরের বালাজি মন্দির। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
কেবল মিনি স্কার্টই নয়, পোশাকের নিষেধাজ্ঞায় রয়েছে বেল্ট বা পার্সও। ঠিক কী বলা হয়েছে নোটিশে? সেখানে বলা হয়েছে, ‘পুরুষ-মহিলা নির্বিশেষে শালীন পোশাকে প্রবেশ করতে হবে মন্দির চত্বরে। যাঁরা খাটো পোশাক, বারমুডা, মিনি স্কার্ট, ছেঁড়া জিনস, মোজা, চামড়ার বেল্ট, পার্স ইত্যাদি সঙ্গে করে আসবেন, তাঁরা বাইরে থেকেই কেবল দর্শন করতে পারবেন।’ একই নির্দেশ জারি করা হয়েছে ফেসবুকেও।
নিষেধাজ্ঞা সম্পর্কে বলতে গিয়ে মন্দিরের (Balaji Temple) প্রধান পুরোহিত অলোক শর্মা জানাচ্ছেন, ”আমরা লক্ষ্য করেছি, কোনও কোনও মহিলা যাঁরা খাটো পোশাক পরে দর্শন করতে আসেন তাঁদের কারণে অন্যদের মনোযোগের সমস্যা হয়। পুজোর সময় মহিলাদের মাথা ঢেকে রাখতে হবে। এই মন্দির এক পবিত্র জায়গা। আমাদের সকলকে চেষ্টা করতে হবে এর মর্যাদা রক্ষা করতে।” মন্দির কর্তৃপক্ষের দাবি, এমন বিজ্ঞপ্তিকে সকলেই খুব সদর্থক ভাবে নিয়েছেন। সেই তুলনায় বিরোধীর সংখ্যা নেহাতই কম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.