সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতির খবর করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিক। শনিবার ঘটনাটি ঘটে ওড়িশার ভুবনেশ্বরে। সোমবার এই ঘটনা প্রকাশ্যে আসে। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওড়িশার বোলানগিরে একটি প্রাচীরের কাজে অনিয়ম হচ্ছে বলে খবর পান সাংবাদিক বিজয় প্রধান। এরপরই ওই এলাকায় গিয়ে ভিডিও ছবি তুলতে থাকেন তিনি। অভিযোগ, সাংবাদিকের ছবি তোলা, ভিডিও করা দেখে কয়েকজন এগিয়ে আসেন। যাদের মধ্যে এক নাবালকও ছিল। হঠাৎই সাংবাদিকের ওপর চড়াও হয় তাঁরা। কেড়ে নেওয়া হয় ক্যামেরা, বুম, মোবাইল-সহ সাংবাদিকের কাছে থাকা যাবতীয় জিনিসপত্র। এরপরই তাঁকে বেধড়ক মারধোর করা হয়। সোমবার এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় বিজয়কে লাথি মারছেন একজন।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই পদক্ষেপ নেয় পুলিশ। অবিনাশ দালাই, আদিত্য জেনা, গুমারা নায়েক ও এক নাবালককে গ্রেপ্তার করা হয়। অভিলাষ জি নামে এক পুলিশ আধিকারিক জানান, ওই কাজের বরাত নেওয়া ঠিকাদারের লোকজন এমন ঘটনার সঙ্গে জড়িত।
Bolangir Reporter Bijay Pradhan of brutally attacked by corrupt contractor Gajendra Dalei for exposing corruption. Odisha govt must act now! Where is Odia Asmita? Stop attacks on journalists!
— Subhadip Chakrabarty🇮🇳 (@SubhadipOD)
ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, “গুরুত্বের সঙ্গে এই ঘটনার তদন্ত করা হচ্ছে। চারজনকে গ্রেপ্তারও করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রাচীর নির্মাণ করা ঠিকাদারের প্ররোচনাতেই এমন ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে। ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁকে গ্রেপ্তার করা হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.