Advertisement
Advertisement
Op Sindoor

ফের ‘পহেলগাঁও’ ঘটাতে পারে পাকিস্তান! ‘অপারেশন সিঁদুর ২.০ হবে আরও ভয়ংকর’, আশ্বাস সেনাকর্তার

৭ মে ভোররাতে 'অপারেশন সিঁদুর' চালিয়েছিল ভারত।

Op Sindoor 2.0 will be deadlier, says Lieutenant General Manoj Katiyar
Published by: Biswadip Dey
  • Posted:October 15, 2025 1:15 pm
  • Updated:October 15, 2025 3:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই পাকিস্তানের। কিন্তু পহেলগাঁও হামলার মতো কোনও চক্রান্ত ফের তারা করতেই পারে। এমনটাই জানালেন পশ্চিমাঞ্চলীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল মনোজকুমার কাটিয়ার। আশ্বাস দিলেন, ভারতও ‘অপারেশন সিঁদুর ২.০’-র জন্য তৈরি। আর এবারের অপারেশন হবে আরও বেশি ভয়ানক।

Advertisement

সেনাকর্তার কাছে জানতে চাওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর ২.০’ আরও ভয়ংকর হবে কিনা তা নিয়ে। এও প্রশ্ন করা হয়, ফের পহেলগাঁও হামলার মতো জঙ্গি হামলা করতে পারে কিনা পাকিস্তান। জবাব দেওয়ার সময় তিনি বলেন, পাকিস্তান এভাবেই হাজার হাজার ‘ক্ষত’ তৈরি করে ভারতের ক্ষতি করতে চায়। সেনা এর মোকাবিলা করতে প্রস্তুত বলেই জানিয়েছেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, ”অতীতের চেয়ে এবারের জবাব আরও ভয়ংকর হবে। আরও বেশি শক্তিশালী। হ্যাঁ, আপনারা ঠিকই বলছেন। অপারেশন সিঁদুর ২.০ আরও ভয়ংকর হবে। এতে কোনও সন্দেহ নেই।” 

পাশাপাশি তিনি বলেন, যতদিন পাকিস্তানের মতিস্থির হচ্ছে, ততদিন এভাবেই হামলা চালানোর কথা ভাবতে পারে প্রতিবেশী দেশটি। সেনাকর্তা বলেন, ”ওদের আমাদের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা নেই। ওরা যুদ্ধ করতে চায় না। হাজার ক্ষতের মাধ্যমে ভারতকে রক্তাক্ত করা’র নীতি অনুসরণ করে দুষ্কর্ম করে।”

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের চার জঙ্গি। তাদের পথ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরের স্থানীয় এক জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোররাতে অপারেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের অন্তত ১১টি একধিক বায়ু সেনাঘাঁটি। জানা গিয়েছে, পর্যন্ত ভারতীয় সেনার অভিযানে নিহত হয়েছে ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের মিনতিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি। তবে এরপরও সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করেনি পাকিস্তান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ