Advertisement
Advertisement
Rajnath Singh

‘অপারেশন সিঁদুর ভারতের আত্মনির্ভরতার উদাহরণ’, হুঙ্কার রাজনাথের

আর কী বললেন তিনি?

Operation Sindoor Finest Example Of India's Self-Reliance, says Rajnath Singh
Published by: Subhodeep Mullick
  • Posted:October 16, 2025 5:22 pm
  • Updated:October 16, 2025 6:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। ভারতের আত্মনির্ভরতার অন্যতম উদাহরণ হল অপারেশন সিঁদুর। পুণেতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে এই ভাষাতেই হুঙ্কার দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Advertisement

রাজনাথ বলেন, “অপারেশন সিঁদুর ভারতের আত্মনির্ভরতার একটি জীবন্ত প্রমাণ। এই অভিযানে আমাদের সেনাবাহিনীর বীরত্বের সাক্ষী থেকেছিল গোটা বিশ্ব। উল্লেখযোগ্য বিষয় হল, অপারেশন সিঁদুরের সময়, আমাদের বাহিনী দেশের তৈরি প্রচুর অস্ত্র ব্যবহার করেছিল। ভারত বেশিরভাগ প্রতিবন্ধকতাই ভেঙে ফেলেছে। সরকার দেশের অভ্যন্তরে অস্ত্র তৈরির উপর জোর দিয়েছে।” তিনি আরও বলেন, “প্রতিরক্ষা ক্ষেত্রে আমারা আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। প্রাথমিকভাবে এটি কঠিন ছিল। কারণ, আমরা গোটা ব্যবস্থাকে পরিবর্তন করার চেষ্টা করছিলাম। স্বাধীনতার পর থেকে আমরা অস্ত্রের জন্য অন্যান্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম। বিদেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা আমাদের জন্য একটি প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছিল। দেশীয় উৎপাদন প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছিল।”

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। তাদের পথ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরের স্থানীয় এক জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত ১১টি একধিক বায়ু সেনাঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ