Advertisement
Advertisement

Breaking News

Operation Sindoor

‘দুর্বল পাকিস্তানকে আমরা কিস্তিমাত করে দিয়েছি’, অপারেশন সিঁদুর নিয়ে হুঙ্কার সেনাপ্রধানের

আর কী বললেন সেনাপ্রধান?

Operation Sindoor was like a game of chess, we checkmated Pakistan, says Army chief
Published by: Subhodeep Mullick
  • Posted:August 10, 2025 8:57 am
  • Updated:August 10, 2025 9:33 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর অন্য চার-পাঁচটা অভিযানের মতো ছিল না। আমরা শত্রুর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অনিশ্চিত ছিলাম। তাই এটি দাবা খেলার মতো ছিল। আর এই খেলায় আমরা পাকিস্তানকে কিস্তিমাত করে দিয়েছি। অপারেশন সিঁদুর নিয়ে হুঙ্কার দিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।  

Advertisement

তামিলনাড়ুতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান বলেন, “অপাররেশন সিঁদুর দাবা খেলার সমান ছিল। আমরা জানতাম না শত্রুর পরবর্তী পদক্ষেপ কী হবে। একে গ্রে জোন বলা হয়। যার অর্থ হল আমরা চেনা ছকের কোনও অভিযানে যাচ্ছি না। আমরা দাবার চাল তৈরি করছিলাম। অন্যদিকে শত্রুপক্ষও তাই করছিল। তিনি আরও বলেন, “অনেক ক্ষেত্রেই আমরা তাদের কিস্তিমাত করে দিয়েছি। তবে আমাদের ঝুঁকিও কম ছিল না। কিন্তু এটাই তো জীবন।”

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। তাদের পথ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরের স্থানীয় এক জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত ১১টি একধিক বায়ু সেনাঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ