সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার ভোটে আর বাকি মেরেকেটে মাসখানেক। এই পরিস্থিতিতে তুঙ্গে জল্পনা- নীতীশই কি ফিরবেন মসনদে? নাকি কোনও নতুন মুখকে দেখা যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে? ইন্ডিয়া টুডে-সি ভোটারের সমীক্ষায় উঠে এল একাধিক নাম। যার মধ্যে সবচেয়ে উজ্জ্বল লালুপুত্র আরজেডি নেতা তেজস্বী যাদব। দ্বিতীয় নামটি প্রশান্ত কিশোরের। তাঁদের পিছনে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অর্থাৎ সমীক্ষার দাবি অনুযায়ী, অনেকটাই ফিকে হয়ে গিয়েছে বর্ষীয়ান রাজনীতিবিদের নাম।
ঠিক কী বলছে সমীক্ষা? সেখানে দেখা যাচ্ছে ৩৬ শতাংশ মানুষ চাইছেন তেজস্বীকে। ২৩ শতাংশ মানুষ চাইছেন জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরকে। অথচ ন’বারের মুখ্যমন্ত্রী জেডিইউ প্রধান নীতীশ কুমারকে চাইছেন মাত্র ১৬ শতাংশ মানুষ। অবশ্য তালিকায় আরও দু’জনের নাম উঠে এসেছে। তাঁদের একজন এলজেপি প্রধান চিরাগ পাসওয়ান। অন্যজন বিজেপি নেতা ও বর্তমানে বিহারের অর্থমন্ত্রী সম্রাট চৌধুরী। প্রথমজনকে চাইছেন ৮.৮ শতাংশ মানুষ। অন্যজনকে পছন্দ ৭.৮ শতাংশের।
প্রসঙ্গত, ২০২০ সালের বিধানসভা ভোটে বিহারে এনডিএ শিবিরে সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি ৭৪টি। জেডিইউ পেয়েছিল ৪৩টি। অর্থাৎ জেডিইউয়ের চেয়ে অনেকটাই বেশি আসন পায় গেরুয়া শিবির। তা সত্ত্বেও জোটের স্বার্থে নীতীশকেই মুখ্যমন্ত্রী করে বিজেপি। এবারও এনডিএর মুখ সেই নীতীশই। নীতীশ কুমারের জনপ্রিয়তা যে অনেকটা কমে গিয়েছে তা যেন নতুন করে তুলে ধরল সমীক্ষার ফলাফল। এরপরও বিজেপি তাঁকেই সামনে রেখে এনডিএ-র প্রচার শুরু করে কিনা তাও দেখার।
আগামী ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভোট বিহারে। ১২১টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে। বাকি ১২২টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে। গণনা ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বর। প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়া যাবে ১০ অক্টোবর থেকে, মনোনয়ন জমার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ২০ অক্টোবর। দ্বিতীয় দফার নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া যাবে ১৩ অক্টোবর থেকে মনোনয়ন জমার শেষ তারিখ ২০ অক্টোবর, মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ২৩ অক্টোবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.