Advertisement
Advertisement

Breaking News

PM Modi

এবার ৫৬ ইঞ্চি কী বলবেন? ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক চাপাতেই মোদিকে তোপ রাহুল-ডেরেকদের

ট্রাম্পের শুল্কবাণকে দ্বিচারিতা বলে তোপ দেগেছেন শশী থারুর।

Opposition slam PM Modi on Donald Trump impose 50 percent tax

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:August 6, 2025 10:07 pm
  • Updated:August 6, 2025 10:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ হল মার্কিন শুল্ক। তারপর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় সুর চড়িয়েছে বিরোধীরা। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন থেকে শুরু করে লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী- সকলেই তুলোধোনা করেছেন মোদিকে। একজোট হয়ে বিরোধীদের প্রশ্ন, ৫০ শতাংশ শুল্ক বসার পর ৫৬ ইঞ্চি ছাতি এবার কী বলবে?

Advertisement

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হল। তাঁর কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের উপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানান, ২১ দিন পর থেকে কার্যকর হবে ভারতের নয়া শুল্কহার।সেখানে স্পষ্ট লেখা হয়, ‘প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ তেল আমদানি করছে। তাই আমার মনে হয় ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানো দরকার।’

ইতিমধ্যেই ট্রাম্পের এই ঘোষণার পালটা জবাব দিয়েছে ভারত। তবে ট্রাম্পের শুল্কবোমার পাশাপাশি বিরোধীদের বাক্যবাণও সামলাতে হচ্ছে কেন্দ্রকে। অতিরিক্ত শুল্ক ঘোষণার পর এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন, ‘৫০ শতাংশ শুল্ক চাপানোটা ট্রাম্পের আর্থিক ব্ল্যাকমেল। অনৈতিক উপায়ে ভারতকে খাটো করার চেষ্টা। নিজের ব্যক্তিগত দুর্বলতার কারণে দেশবাসীর স্বার্থ যেন চাপা পড়ে না যায়, সেটা দেখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।’

এক্স হ্যান্ডেলে ডেরেক লেখেন, ‘২৫+২৫=৫০। ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক চাপালেন, এবার ৫৬ ইঞ্চি কী বলবেন? এখন আমরা বুঝতে পারছি, মোদি ও তাঁর ভঙ্গুর জোট কেন সংসদ অচল করে রাখছে। ‘ খানিকটা নরম সুরে হলেও ট্রাম্পের শুল্ক ঘোষণাকে দ্বিচারিতা বলে কটাক্ষ করেছেন শশী থারুর। উল্লেখ্য, ভারতের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম। তবু ট্রাম্পের শুল্কবাণের জেরে বড়সড় ধাক্কা খেতে চলেছে যন্ত্রাংশ, বস্ত্র এবং বৈদ্যুতিন জিনিসের রপ্তানি। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ