প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামের মেলায় ক্ষীর খেয়ে আড়াইশোরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়লেন মহারাষ্ট্রের। সেরাজ্যের পশ্চিমে কোলহাপুরের ওই গ্রামের এই অসুস্থতার পিছনে খাদ্যে বিষক্রিয়াই দায়ী বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, অসুস্থদের মধ্যে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আপাতত সকলেই স্থিতিশীল রয়েছেন।
মঙ্গলবার শিবনাকওয়াড়ি গ্রামের মেলায় ক্ষীর দেওয়া হচ্ছিল প্রসাদ হিসেবে। আর সেই প্রসাদ খাওয়ার পরই দেখা যায় বিপত্তি। পুলিশের তরফে জানানো হয়েছে, সম্ভবত খাদ্যে বিষক্রিয়ার কারণেই ডায়রিয়া, বমি ও জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। এখনও পর্যন্ত ২৫৫ জনের অসুস্থতার খবর মিলেছে। দেখা যায়, সকলেই মেলায় ক্ষীর খেয়েছিলেন। কিন্তু এরই পাশাপাশি সেখানে অন্য খাবারের স্টলও ছিল। তাই অসুস্থতার পিছনে ক্ষীরই ‘ভিলেন’ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে থাকা রোগীরা সকলেই স্থিতিশীল রয়েছেন বলে জানানো হয়েছে। এদিকে ক্ষীরের নমুনা ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই জানা যাবে এর কারণেই খাদ্যে বিষক্রিয়া হয়েছিল কিনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.