ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের আপ্ত সহায়কের মৃত্যু ঘিরে চাঞ্চল্য নয়াদিল্লিতে। রবিবার গভীর রাতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। ঠিক কী কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন ওই যুবক, তা নিয়ে বিস্তর জল্পনা চলছে।
Delhi: A 31-year-old man working as a Personal Assistant to Union Minister Narendra Singh Tomar, allegedly committed suicide by hanging at 2:25 am on August 20 in Laxmi Bai Nagar area. The body was handed over to the family after post-mortem. Investigation underway.
Advertisement— ANI (@ANI)
জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর দপ্তর থেকে কাজ সেরে আর পাঁচদিনের মতোই রবিরার রাতে নিয়মিত সময়ে ফিরেছেন কুন্দন সিং। সময়মতো ঘুমোতেও গিয়েছেন তিনি। পরিবারের দাবি, ঘুমোতে যাওয়ার সময় কোনওরকম অস্বস্তি চোখে পড়েনি তাঁর আচরণে। অন্য দিনের মতোই স্বাভাবিক আচরণ করছিলেন তিনি। কিন্তু সকালে আর ঘুম থেকে উঠলেন না। ভোররাতে তাঁর ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল দেহ। ৩১ বছর বয়সের কুন্দনের আসল বাড়ি বিহারে। তবে আপাতত তিনি নয়াদিল্লির লক্ষ্মীবাঈ নগরের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই কাজ করছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তাই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা আরও বাড়ছে। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয়েছে কুন্দনের পরিবারের হাতে।
কাজের চাপ, রাজনৈতিক কারণ, নাকি ব্যক্তিগত কোনও বিষয়। ঠিক কেন চরম পথ বেছে নিতে হল কুন্দনকে, তা নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। আপাতত পরিবারের লোকজন এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। আত্মহত্যার পিছনে পারিবারিক কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.