Advertisement
Advertisement
Pahalgam Terror Attack

পহেলগাঁওয়ে ২৬ পর্যটকের হত্যাকারীরা! প্রকাশ্যে ৪ সশস্ত্র জঙ্গির ছবি

এদের মধ্যে দু'জন পাক নাগরিক!

Pahalgam Terror Attack: Photo of four Armed Terrorists in Public
Published by: Kishore Ghosh
  • Posted:April 23, 2025 1:16 pm
  • Updated:April 23, 2025 3:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যে পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) সঙ্গে জড়িত তিন জঙ্গির স্কেচ প্রকাশ করেছে এনআইএ। এবার সামনে এল চার জঙ্গির ফটোগ্রাফ বা ছবি। গোয়েন্দা সূত্রে দাবি করা হচ্ছে, গতকাল পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটককে গুলি করে খুন করেছে এই জঙ্গিরাই। ছবি প্রকাশ্যে আসা চার জঙ্গি লস্করের সদস্য। এদের মধ্যে দু’জন পাক নাগরিক বলেও জানা গিয়েছে।

Advertisement

মঙ্গলবার দুপুরে গোটা দেশ শিউরে ওঠে পহেলগাঁওয়ের (Pahalgam) রিসর্টে জঙ্গি হামলার (Terror Attack) খবরে। বুধবার সকালে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রদ্ধা জানান প্রয়াতদের। এরপরই এক্স হ্যান্ডলে হুঙ্কার দেন, ‘ভারী হৃদয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছি পহেলগাঁও হামলার নিহতদের। ভারত সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবে না। রেহাই পাবে না এই নৃশংস জঙ্গি হামলার অপরাধীরা।’

পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্করের ‘ছায়া সংগঠন’ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ গতকালই এই হামলার দায় স্বীকার করেছে। আগেই এনআইএ যে ছবি প্রকাশ্যে এনেছে সেই তিন জঙ্গির নাম আসিফ ফুজি, সুলেমান শাহ ও আবু তালহা। এরা সকলেই লস্করের ছায়া গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর সদস্য।

এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, ৫-৬ জন জঙ্গি কুর্তা-পাজামা পরে মঙ্গলবার দুপুরে হাজির হয় ওই রিসর্টে। তাদের হাতে ছিল একে-৪৭। সেই বন্দুকের গুলিতে প্রাণ হারান অসংখ্য পর্যটক। এখনও পর্যন্ত অন্তত ২৬ জন জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। জখম আরও কয়েকজন। উল্লেখ্য, পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। বিকেলে পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে প্রত্যক্ষদর্শীরা। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে।

এই হামলার সঙ্গে পাক যোগের বিষয়টি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। মনে করা হচ্ছে, হামলাকারীদের মধ্যে পাক জঙ্গিরাও ছিল। তারা কয়েকদিন আগেই সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল বলে গোয়েন্দা সূত্রের দাবি। ভয়ংকর এই জঙ্গি হামলার মূল চক্রী সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি। সইফুল্লা লস্করের অন্যতম শীর্ষনেতা। ভরতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা হাফিজ সইদের ঘনিষ্ঠ বলেও পরিচিত। সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ্যে আসছে সইফুল্লার বিলাসবহুল জীবন যাপনের কথাও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement