সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর চলাকালীন ভারতীয় সেনার গতিবিধি পাক গুপ্তচর সংস্থা ISI-কে পাচার! এই অভিযোগে পাঞ্জাব থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খলিস্তানি জঙ্গি সংগঠনের নেতা গোপাল সিং চাওলার সঙ্গে অভিযুক্তের সরাসরি যোগাযোগ ছিল বলে পাঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে। মঙ্গলবার অভিযুক্তকে গ্রেপ্তার করার খবরটি প্রকাশ্যে আসে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গগনদীপ সিং ভারতীয় সেনার গতিবিধি সম্পর্কে একাধিক তথ্য পাক গুপ্তচর সংস্থার কাছে পাচার করত। এমনকী অপারেশন সিঁদুর চলাকালীন সেনার একাধিক গোপন তথ্য পাচার করেছিল অভিযুক্ত।
পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল গৌরব যাদব বলেন, “প্রাথমিক তদন্তে গগনদীপের সঙ্গে পাক মদতপুষ্ট খলিস্তানি জঙ্গি নেতা গোপাল সিংয়ের যোগাযোগের খোঁজ মিলেছে। বিগত পাঁচ বছর ধরে খলিস্তানি জঙ্গি নেতার সঙ্গে যোগাযোগ ছিল অভিযুক্তের। তার মাধ্যমেই পাক গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ হয়েছিল ধৃতের। টাকার বিনিময়ে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য পাক গুপ্তচরদের পাচার করত।”
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ফোনে প্রায় ২০ জন ISI-এজেন্টের নম্বর মিলেছে। আরও কার কার সঙ্গে ধৃতের যোগাযোগ ছিল সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, খলিস্তানি জঙ্গি নেতা গোপাল চাওলা বর্তমানে পাকিস্তানে রয়েছে। সেখান থেকেই একটি গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক চালাত সে। অপারেশন সিঁদুর চলাকালীন এই সব গুপ্তচরদের কাছ থেকে একাধিক তথ্য নিয়ে পাক গুপ্তচর সংস্থা ISI-এর কাছে পাচার করত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.