Advertisement
Advertisement

Breaking News

Kedarnath

কেদারনাথের পথে পাহাড় থেকে আছড়ে পড়ল বোল্ডার, মর্মান্তিক মৃত্যু পুণ্যার্থীর

ভারী বৃষ্টিপাতের জেরে কেদারনাথ যাত্রা স্থগিত করেছিল প্রশাসন

Pilgrim dies after being hit by boulder on Kedarnath Yatra
Published by: Amit Kumar Das
  • Posted:August 16, 2025 6:38 pm
  • Updated:August 16, 2025 6:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেদারনাথের পথে মর্মান্তিক দুর্ঘটনা। বোল্ডার বা পাথরের চাঁই আছড়ে পড়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর। এই ঘটনা ঘটেছে কেদারনাথের রুটে গৌরিকুণ্ড থেকে মাত্র এক কিলোমিটার আগে। মৃত যুবকের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের বাসিন্দা পরমেশ্বর ভিমরাও খাওয়াল।

Advertisement

মুষলধার বৃষ্টির জেরে বর্তমানে কেদারনাথ যাত্রাপথ অত্যন্ত বিপজ্জনক। এই অবস্থাতেও সেখানে যাওয়ার জন্য পুণ্যার্থীদের ঢল সবিন্দুমাত্র কমেনি। ওই অবস্থায় কেদারনাথের মন্দিরে যাওয়ার পথে গৌরিকুণ্ডের থেকে মাত্র এক কিলোমিটার আগে ছাউরি গধেরা এলাকায় পাহাড় থেকে এক বিশাল পাথরের চাঁই আছড়ে পড়ে রাস্তায়। সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন বেশ কয়েকজন। পাথরের ধাক্কায় গুরুতর আহত হন পরমেশ্বর নামে ৩৮ বছরের ওই যুবক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় গৌরিকুণ্ড হাসপাতালে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

প্রশাসনের তরফে জানা গিয়েছে, কেদারনাথ ধাম এবং এর আশেপাশের কেদারগতি অঞ্চলে অবিরাম বৃষ্টিপাতের কারণে, মন্দাকিনী নদীর জল ফুলে-ফেঁপে উঠেছে। যার জেরে নদীর পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন জানিয়েছেন, “অবিরাম বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে উঠেছে।” ভারী বৃষ্টিপাতের জেরে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কেদারনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত করাও হয়েছিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ