সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮৮৯-এ জন্ম। আজ থেকে ১১৮ বছর আগে ১৯০৭ সালে কেম্ব্রিজের ট্রিনিটি কলেজ থেকে ‘ন্যাচারাল সায়েন্স’ বিষয়ে স্নাতক। এরপর লন্ডনে আইন পাশ। দেশে ফিরে স্বাধীনতা সংগ্রামে যোগ। ধর্মনিরপেক্ষ মানবতাবাদী জাতীয়তাবাদের অন্যতম মুখ। অসংখ্যবার জেলে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী। এহেন জওহরলাল নেহরু ইদানীং শাসকদল বিজেপির অন্যতম আক্রমণের জায়গা। মঙ্গলবার সেই নেহরুর ৬১তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে একটি মাত্র লাইন লিখে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। নেহরুকে শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রমুখ।
Tributes to our former PM, Pandit Jawaharlal Nehru on his death anniversary.
— Narendra Modi (@narendramodi)
এক্স হ্যান্ডেলে নেহরুর মৃত্যুবার্ষিকীতে (Jawaharlal Nehru Death Anniversary) অতি সংক্ষিপ্ত শোকপ্রকাশ করেছেন মোদি। লিখেছেন—“আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।” নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন— “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকীতে আমার গভীর শ্রদ্ধাঞ্জলি। একজন মহান রাষ্ট্রনায়ক এবং মানবতাবাদী, পণ্ডিত নেহেরু ছিলেন আধুনিক ভারতের দূরদর্শী স্থপতি। যাঁরা গণতন্ত্রকে ভালোবাসেন সেই সমস্ত মানুষ তাঁর আদর্শে অনুপ্রাণিত হবেন।”
My deepest respect to Late Jawaharlal Nehru, former Prime Minister of India, on his death anniversary.
A great statesman and humanist, Pandit Nehru was the visionary architect of modern India.
His ideas will continue to inspire all who love democracy.
— Mamata Banerjee (@MamataOfficial)
দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, “ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি। শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ভারতের স্বপ্ন দেখেছিলেন, নেহরুজি তাঁর দূরদর্শী নেতৃত্বে স্বাধীন ভারতের জন্য একটি শক্তপোক্ত ভিত্তি স্থাপন করেছিলেন। সামাজিক ন্যায়বিচার, আধুনিকতা, শিক্ষা, সংবিধান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান অমূল্য। ভারতের জওহরের উত্তরাধিকার এবং তার আদর্শ সর্বদা আমাদের পথ দেখাবে।” সামাজিকমাধ্যমে মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, “আধুনিক ভারতের স্রষ্টা পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”
भारत के प्रथम प्रधानमंत्री पंडित जवाहरलाल नेहरू जी की पुण्यतिथि पर उन्हें सादर नमन।
सशक्त और समावेशी भारत का सपना लिए, नेहरू जी ने अपने दूरदर्शी नेतृत्व से स्वतंत्र भारत की मजबूत नींव रखी। सामाजिक न्याय, आधुनिकता, शिक्षा, संविधान और लोकतंत्र की स्थापना में उनका योगदान अमूल्य है।…
— Rahul Gandhi (@RahulGandhi)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.