নিজের বাসভবনে মোদি। ছবি: পিটিআই।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন পরে রামমন্দিরের উদ্বোধন করবেন। তাই কঠোর সংযম অভ্যাস করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার মধ্যেই নিজের বাসভবনে মকর সংক্রান্তি পালন করলেন তিনি। প্রচুর গোরুকে নিজের হাতে ভোজন করালেন। সেই ছবিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
হিন্দু শাস্ত্র অনুযায়ী, মকর সংক্রান্তির (Makar Sankranti) পুণ্য তিথিতে গরুকে ভোজন করালে প্রচুর আশীর্বাদ মেলে। সেই রীতি মেনেই রবিবার প্রধানমন্ত্রীর বাসভবনেই গরুকে ভোজন করান মোদি। ৭ লোক কল্যাণ মার্গের বাগানে নিজের হাতে গরুদের মুখে ঘাস তুলে দেন। তাদের মাথায় হাত বুলিয়ে আদরও করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। গরুদের জড়িয়ে ধরে রয়েছেন মোদি, সেই ছবিও ভাইরাল হয়ে যায়।
গরুদের ভোজন করানোর আগে প্রধানমন্ত্রী যোগ দিলেন পোঙ্গলের অনুষ্ঠানেও। কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগানের বাসভবনে আয়োজিত পোঙ্গলের অনুষ্ঠানে নানা মেজাজে দেখা যায় তাঁকে। পুজোয় অংশ নেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন। এক মেয়ের গানে মুগ্ধ হয়ে নিজের শালও উপহার দেন তাঁকে। দেশবাসীকে পোঙ্গলের শুভেচ্ছা জানিয়ে এই অনুষ্ঠানের ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী।
Attended very special Pongal programme in Delhi. I convey my best wishes for this festival, which is marked globally with great enthusiasm.
— Narendra Modi (@narendramodi)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.