সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উনিশের লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট দিয়ে শুরু হয়ে গিয়েছে সেমিফাইনালের লড়াই৷ উত্তপ্ত রাজনৈতিক আবহে শুক্রবার একই সঙ্গে ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ পরস্পরকে আক্রমণের কোনও কসুর করল না যুযুধান দু’পক্ষ৷ একদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে সরব রাহুল৷ অন্যদিকে কংগ্রেস শিবিরের বিরুদ্ধে মাওবাদীদের ইন্ধন দেওয়া এবং পূর্ববর্তী দুর্নীতির পালটা অভিযোগে সরব প্রধানমন্ত্রী৷
[ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম বদলে দেব, বার্তা বিজেপি বিধায়কের]
I urge the people of Bastar to teach a fitting lesson to the Congress leaders, who on one hand try to shield the urban Maoists, and in Chhattisgarh, they speak about freeing the state from Maoists: PM Modi
— ANI (@ANI)
দীর্ঘ পনেরো বছর ধরে ছত্তিশগড়ের শাসনে রয়েছে বিজেপি৷ মুখ্যমন্ত্রী রয়েছেন রমণ সিং৷ কিন্তু সরকার বিরোধী আবহে এবার সেরাজ্যে ক্ষমতা ধরে রাখা বিজেপির কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ৷ শুক্রবার মাও-অধ্যুষিত বাস্তার জেলায় জগদলপুরে ভোটের প্রচারে যান প্রধানমন্ত্রী৷ গত একমাসে মাওহানায় একাধিকবার রক্তাক্ত হয়েছে ছত্তিশগড়ের মাটি৷ মৃত্যু হয়েছে একাধিক ভারতীয় জওয়ান থেকে শুরু করে সরকারি সংবাদমাধ্যমের কর্মীর৷ নির্বাচনের আগে আবারও মাও বাড়বাড়ন্ত নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে৷ নির্বাচনী প্রচারে বিরোধীদের এই হাতিয়ারকেই পালটা চালে ব্যবহার করলেন প্রধানমন্ত্রী৷ কংগ্রেসকে এই সমস্ত ‘শহুরে নকশাল’ বা ‘আর্বান নকশাল’দের সমর্থনকারী বলে আক্রমণ শানালেন তিনি৷ বললেন, “এরা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকে, বিদেশে পড়াশোনা করে, দামি গাড়িতে ঘুরে বেড়ায় এবং ভারতে এসে বিচ্ছিন্নতাবাদের বিষবাষ্প ছড়ায়৷” পাশাপাশি প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দশ বছর কেন্দ্রের ক্ষমতায় থাকার পরেও এরাজ্যের কোনও উন্নতি করেনি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার৷ তুলে ধরেন গেরুয়া শিবিরের পনেরো বছরের কর্মকাণ্ডের খাতিয়ান৷
[মহিলাকে গণধর্ষণ করে গোপনাঙ্গে লাঠি! নির্ভয়া কাণ্ডের ছায়া ঝাড়খণ্ডে]
মোদির কংগ্রেসকে আক্রমণের আগেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ শুক্রবার তিনিও ছত্তিশগড়ের কানকের জেলার পাখানজোরে নির্বাচনী প্রচারে যান৷ সেখানে গিয়ে একাধিক দুর্নীতির অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে৷ কংগ্রেস সভাপতির আক্রমণের তালিকায় ঠাঁই পেয়েছে নীরব মোদি থেকে শুরু করে বিজয় মালিয়া, রাফালে দুর্নীতি থেকে শুরু করে নোট বাতিল-সহ একাধিক ইস্যু৷ চলতি মাসের ১২ ও ২০ নভেম্বর দু’দফায় মাও অধ্যুষিত ছত্তিশগড়ে হতে চলেছে বিধানসভা নির্বাচন৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেখানে মুখোমুখি লড়াই হবে কংগ্রেস ও বিজেপির মধ্যে৷
All of you were standing in long queues during but not one black money holder was seen. Also, Nirav Modi, Vijay Mallya, Lalit Modi and Mehul Choksi ran away from the country with your money: Rahul Gandhi in Kanker
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.