Advertisement
Advertisement

Breaking News

‘NDA প্রার্থীকেই সমর্থন করুন’, বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপরাষ্ট্রপতি বাছতে বিরোধীদের আবেদন মোদির

সে অনুরোধ ইন্ডিয়া জোট রাখবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

PM Modi urges opposition to support NDA candidate in Vice President election
Published by: Anwesha Adhikary
  • Posted:August 19, 2025 12:39 pm
  • Updated:August 19, 2025 12:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের সমর্থন পেতে এবার মাঠে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং! জানা গিয়েছে, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণণকে যেন প্রত্যকে দলই সমর্থন করেন, এই মর্মে বিরোধীদের কাছে মোদি অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কথায়, রাধাকৃষ্ণন মাটির মানুষ। সারাজীবন বিতর্ক থেকে দূরে থেকেছেন। তাই উপরাষ্ট্রপতি পদের জন্য তিনি অনবদ্য।

Advertisement

জগদীপ ধনকড়ের উত্তরসূরি খুঁজতে আগামী ৯ সেপ্টেম্বর হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনের দায়িত্ব এনডিএ-র তরফে দেওয়া হয়েছে রাজনাথ সিংকে। অন্যদিকে নির্বাচনী এজেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে কিরেন রিজিজুকে। উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে রবিবার সিপি রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী ঘোষণার পরই সমর্থন আদায়ের লক্ষ্যে জোরকদমে নেমে পড়েছে গেরুয়া শিবির। ইন্ডিয়া জোট যাতে প্রার্থী না দেয় সে আবেদন আগেই জানিয়েছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাধাকৃষ্ণণকে জেতাতে ইন্ডিয়া জোটের সমর্থন আদায়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

এবার আসরে নামলেন খোদ মোদিও। সোমবার রাধাকৃষ্ণণের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এক্স হ্যান্ডেলে উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর ভূয়সী প্রশংসা করেছিলেন। পরের দিন অর্থাৎ মঙ্গলবার সরাসরি এনডিএ প্রার্থীর হয়ে গলা ফাটালেন প্রধানমন্ত্রী। তাঁর অনুরোধ, বিরোধীরা যেন উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকেই সমর্থন করেন। কারণ সারাজীবন বিতর্ক থেকে শতহস্ত দূরে থেকেছেন রাধাকৃষ্ণন। উপরাষ্ট্রপতি পদে তিনি যোগ্য। রাজনাথ সিং যে বিরোধীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এই ইস্যুতে, সেটাও মনে করিয়ে দিয়েছেন মোদি।

যদিও সে অনুরোধ ইন্ডিয়া জোট রাখবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ এই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে ইন্ডিয়া শিবিরে। বিরোধীপক্ষে কানাঘুষো, ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন ডিএমকের রাজ্যসভার সাংসদ তিরুচি সিবা। সূত্রের দাবি, রাধাকৃষ্ণণের প্রতিপক্ষ হিসাবে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুরই একজন রাজনীতিবিদকে প্রার্থী করে পালটা চাল দিতে চাইছে বিরোধী জোট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ