সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রচারে (Election Campaign) বেরিয়ে নেতারা শুধু পাত পেড়ে খান না, খাওয়ানও। ভোট প্রচারের হাই ভোল্টেজ নেতা নেত্রীদের চেনা ট্রেন্ড ভেঙে এবার অন্য রূপে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার তাঁকে দেখা গেল লঙ্গরখানায় খাবার তৈরি এবং তা পরিবেশন করতে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায়।
ভোট প্রচার উপলক্ষে সোমবার পাটনায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই সকালে শিখ ধর্মাবলম্বীদের পবিত্র স্থান পাটনা সাহিব গুরুদ্বারে (Gurudwara Patna Sahib) উপস্থিত হন তিনি। এর পর গুরুদ্বারে আসা পুণ্যার্থীদের জন্য খাবার পরিবেশন করতে দেখা যায় তাঁকে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, খালি পায়ে মাথায় শিখদের ঐতিহ্যবাহী পাগড়ি পরে একটি স্টিলের বালতি হাতে খাবার পরিবেশন করছেন তিনি। প্রধানমন্ত্রীর হাত থেকে খাবার পেয়ে তাঁকে ধন্যবাদ জানাচ্ছেন ভক্তরা। শুধু তাই নয়, আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে গুরুদ্বারের রন্ধনশালায় উপস্থিত প্রধানমন্ত্রী। সেখানে বাকিদের সঙ্গে রুটি তৈরি করছেন তিনি।
| PM Narendra Modi serves langar at Gurudwara Patna Sahib in Patna, Bihar
— ANI (@ANI)
প্রধানমন্ত্রীর সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই উড়ে এসেছে নানা মন্তব্য। কেউ তাঁর প্রশংসা করেছে তো কেউ ভোট প্রচারের কৌশল বলে কটাক্ষ করেছেন। কেউ আবার বলছেন, বিহার থেকে পাঞ্জাবের নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী। কারও মতে, ‘উনি অত্যন্ত ভালো অভিনেতা মুহূর্তে মুহূর্তে ড্রামা করেন।’
নির্বাচনী প্রচারে জনসংযোগের অংশ হিসেবে দলিত, আদিবাসীদের বাড়ি বাড়ি গিয়ে নেতাদের মধ্যাহ্নভোজ নতুন কিছু নয়। অমিত শাহ, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের দেখা গিয়েছে কর্মী সমর্থকদের বাড়িতে পাত পেড়ে মধ্যাহ্নভোজ করতে। তবে প্রচারের সেই ট্রেন্ড ভেঙ্গে এবার লঙ্গরখানায় খাবার পরিবেশন করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.