ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭১-এ পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দিনটিকে ‘ঐতিহাসিক’ করে তুলতে বিজেপির তরফে উদ্যোগ নেওয়া হয়েছে এই দিনেই দেশে সর্বাধিক করোনার টিকাকরণের রেকর্ড গড়ার। সেই সঙ্গে শুক্রবার থেকেই শুরু হল ২১ দিনের ‘সেবা ও সমর্পণ’ কর্মসূচি। এদিন সকালে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও আরও অনেকেই। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।
রাষ্ট্রপতি তাঁর পোস্টে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ”দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা। আমি আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আপনার সুপরিচিত ‘অহর্নিশম সেবামাহে’র সাহায্যে এভাবেই দেশের সেবা করুন।”
भारत के प्रधानमंत्री श्री को जन्मदिन की हार्दिक बधाई और शुभकामनाएं। मेरी शुभेच्छा है कि आप स्वस्थ रहें और दीर्घायु प्राप्त कर ‘अहर्निशं सेवामहे’ की अपनी सर्वविदित भावना के साथ राष्ट्र सेवा का कार्य करते रहें।
— President of India (@rashtrapatibhvn)
देश के सर्वप्रिय नेता प्रधानमंत्री जी को जन्मदिन की शुभकामनाएं। ईश्वर से आपके उत्तम स्वास्थ्य व सुदीर्घ जीवन की कामना करता हूँ।
मोदी जी ने न सिर्फ देश को समय से आगे सोचने और परिश्रम की पराकाष्ठा से संकल्प को सिद्ध करने की सोच दी बल्कि उसको चरितार्थ करके भी दिखाया।
— Amit Shah (@AmitShah)
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত তাঁর শুভেচ্ছাবার্তায় টুইটারে লিখেছেন, ”দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শভকামনা জানাই। ঈশ্বরের কাছে আপনাক সুস্বাস্থ্য ও সুদীর্ঘ জীবনের কামনা করছি।”
Best wishes to Hon’ble PM Shri on his birthday! I pray for his good health and long life.
— Abhishek Banerjee (@abhishekaitc)
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি তাঁর পোস্টে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
এদিকে দেশের বিখ্যাত বালিশিল্পী সুদর্শন পট্টনায়েক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২ হাজার ৩৫টি ঝিনুক দিয়ে প্রধানমন্ত্রীর মুখাবয়ব ও একটি সামগ্রিক ইনস্টলেশন তৈরি করেছেন। নিজের টুইটারে তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, পুরীর সমুদ্রসৈকতে এটি নির্মাণ করে এর মাধ্যমেই প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
Wishing Our Hon’ble Prime Minister ji on his birthday. May Mahaprabhu Jagannatha bless him with long and healthy life to serve mother India.
I’ve created a SandArt installation used 2035 sea shells with message at Puri beach , Odisha .— Sudarsan Pattnaik (@sudarsansand)
এদিন যত বেশি সম্ভব মানুষকে করোনার টিকা (COVID Vaccine) দেওয়ার পরিকল্পনা গেরুয়া শিবিরের। আগেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছিলেন, বিজেপির বুথকর্মীরাও টিকাকরণের কাজে সাহায্য করবেন, যাতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়া যায়।
এছাড়াও দিনটিকে স্মরণীয় করে তুলতে বিজেপির তরফে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অন্যতম বারাণসীর কাশীতে ভারতমাতা মন্দিরে ৭১ হাজার মাটির প্রদীপ জ্বালানো। এছাড়া এদিন ১৪ কোটি রেশন ব্যাগও বিতরণ করা হবে। সেই ব্যাগে লেখা থাকবে ‘ধন্যবাদ মোদিজি’। এছাড়াও প্রধানমন্ত্রীর ছবি দেওয়া প্রায় ৫ কোটি পোস্ট কার্ড পাঠানো হবে দেশের বিভিন্ন পোস্ট অফিস থেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.