সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনে গ্রেপ্তার হয়েছেন রাধিকার বাবা দীপক যাদব। প্রাথমিক তদন্তের পুলিশ জানাচ্ছে, পারিবারের রক্ষণশীলতাই হত্যাকাণ্ডের অন্যতম কারণ! রাধিকার রিলস তৈরি করা পছন্দ ছিল না তাঁর আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের। এই বিষয়ে তাঁরা রাধিকার বাবা দীপককে নিয়মিত নালিশ করত। অন্যদিকে রাধিকার এক বান্ধবীর অভিযোগ, শর্টসের পোশাক, ছেলেদের সঙ্গে বন্ধুত্ব নিয়ে আপত্তি ছিল রক্ষণশীল পরিবারটির। অর্থাৎ কিনা স্বাধীনচেতা হওয়ার কারণেই সম্ভবত মরতে হয়েছে তাঁকে।
টেনিস প্লেয়ারের কেরিয়ার গড়তে চেয়েছিলেন রাধিকা। যা ছিল বাবা দীপকেরও স্বপ্ন। কিন্তু চোট-আঘাতের কারণে কোচিংয়ের দিকে ঝোঁকেন তরুণী। যা পছন্দ একেবারেই ছিল না বাবার। এর পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টেনিস খেলার প্রশিক্ষণের ছবি ও ভিডিও দেওয়া দেওয়া শুরু করেন। দ্রুত জনপ্রিয় হতে শুরু করেন রাধিকা। চক্ষুশূল হয়ে ওঠেন আত্মীয় এবং প্রতিবেশীদের। তাঁদের ক্রমাগত নালিশে মেয়ের প্রতি রাগ বাড়তে থাকে বাবার। সম্ভবত এর পরেই হত্যাকাণ্ড। তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানান, বাবার চাপে কিংবা আপত্তিতেই রাধিকা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
View this post on Instagram
এদিকে রাধিকার বান্ধবী টেনিস খেলোয়াড় হিমাংশিকা সিং রাজপুতের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি অভিযোগ করেছেন, রাধিকাকে সর্বক্ষণ বাবা দীপকের কড়া অনুশাসনে থাকতে হত। ভিডিওতে আবেগ কণ্ঠে বিহ্বল হিমাংশিকা বলেন, “আমার প্রিয় বন্ধু রাধিকাকে খুন করেছে ওর বাবা। পাঁচবার ওঁকে গুলি করা হয়েছে। চারটি বুলেট লাগে। বছরের পর বছর ধরে তিনি (দীপক) রাধিকার জীবনের সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করছিলেন, রাধিকার জীবনকে দুর্বিষহ করে তুলেছিলেন। শেষ পর্যন্ত আত্মীয়দের নালিশ শুনেছিলেন (দীপক), যাঁরা ওর (রাধিকার) সাফল্যে ঈর্ষান্বিত ছিল।” কার্যত পুলিশ ও রাধিকার বান্ধবী একই কথা জানাল।
গত বৃহস্পতিবার নিজের বাড়িতেই খুন হন হরিয়ানার উঠতি টেনিস খেলোয়াড় রাধিকা যাদব। তাঁকে গুলি করে খুন করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাবা দীপক যাদব। অভিযুক্তকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.