Advertisement
Advertisement

Breaking News

Jyoti Malhotra

পুরীর জগন্নাথ মন্দিরের আকাশে ড্রোন ওড়ান! মহাকালেশ্বরেও যান জ্যোতি, কোন উদ্দেশ্যে?

সুন্দরী ইউটিউবারকে জেরা করছে দুই রাজ্যের পুলিশ।

Police grill YouTuber Jyoti Malhotra over Puri Jagannath Temple and Mahakaleshwar temple visits
Published by: Kishore Ghosh
  • Posted:May 24, 2025 2:50 pm
  • Updated:May 24, 2025 2:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউটিউবার জ্যোতি মলহোত্রা পাকিস্তানের চর? আইনত বিষয়টি এখনও অভিযোগের স্তরে থাকলেও সুন্দরী তরুণীকে ঘিরে ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। ইউটিউবার হিসাবে দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন জ্যোতি। তার মধ্যে শহর কলকাতাও রয়েছে। সূত্রের খবর, নয়টি রাজ্যের পুলিশ জ্যোতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। এই বিষয়ে সম্প্রতি হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে ওড়িশা এবং মধ্যপ্রদেশ পুলিশ। কেন?

Advertisement

২০২৪ সালে পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলেন জ্যোতি। যথারীতি ওই ভ্রমণের ভিডিও করেন তিনি। অভিযোগ, সেই সময় তিনি জগন্নাথ মন্দিরের আকাশে ড্রোন উড়িয়েছিলেন, নিরাপত্তার কারণে যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রশ্ন দু’রকম। প্রথমত, নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে কীভাবে ড্রোন ওড়ালেন তিনি? দ্বিতীয়ত, কেন ওড়ালেন? তাহলে কি পুরীর জগন্নাথ মন্দিরে নাশকতার উদ্দেশ্য ছিল? এইসব বিষয়েই ইউটিউবার জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করতে চায় ওড়িশা পুলিশ। যদিও তৃতীয় প্রশ্ন তুলছেন অনেকে—জ্যোতি পুরীর জগন্নাথ মন্দিরের মতো সংবেদনশীল জায়গায় ড্রোন ওড়ালেন, সেই ভিডিও ইউটিউবের মতো সামাজিক মাধ্যমে আপলোড করলেন। তার লাখ লাখ ভিউ হল। অথচ পুলিশের নজরে পড়ল না! এতদিন কী ঘুমিয়ে ছিল প্রশাসন?

পুরীর মন্দিরের মতোই মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির দর্শনেও গিয়েছিলেন জ্যোতি। সেই ভিডিও রয়েছে ইউটিউবে। ইতিমধ্যে মধ্যপ্রদেশ পুলিশ জ্যোতিকে এক দফা জেরা করেছে। এই বিষয়ে উজ্জয়িনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নীতেশ ভার্গব সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, জ্যোতিকে জেরা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। যেহেতু জাতীয় নিরাপত্তার মতো বিষয় সেই কারণেই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ইউটিইবারকে জেরা করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ