Advertisement
Advertisement

Breaking News

Prashant Kishor

রোড শো চলাকালীন বাইকের ধাক্কা, পাঁজরে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে পিকে

প্রশান্ত কিশোরের গাড়িতে ধাক্কা মারে একটি বাইক।

Prashant Kishor injured by accident during rally

দুর্ঘটনার পর আহত প্রশান্ত কিশোর।

Published by: Amit Kumar Das
  • Posted:July 18, 2025 8:54 pm
  • Updated:July 18, 2025 8:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোড শো চলাকালীন দুর্ঘটনার কবলে জনসূরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। বিহারের আরায় রাজনৈতিক কর্মসূচি চলাকালীন তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি বাইক। এই ঘটনায় পাঁজরে গুরুতর আঘাত লেগেছে প্রশান্ত কিশোরের। তড়িঘড়ি তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে পাটনা হাসপাতালে রেফার করেন।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার বিহারের আরায় রমনা ময়দানে জনসভা ছিল প্রশান্ত কিশোরের। তাঁর আগে একটি রোড শো ছিল জনসূরজ পার্টির। সেখানে গাড়ির গেট খুলে পা-দানিতে দাঁড়িয়ে জনগণের উদ্দেশে হাত নাড়ছিলেন তিনি। সেই সময় হঠাৎ একটি বাইক সেই পথে চলে আসে। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি সজোরে ধাক্কা মারে গাড়ির খোলা গেটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গেটে ধাক্কার জেরে ব্যাপক আঘাত লাগে প্রশান্ত কিশোরের। জনসূরজ পার্টির তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, ভিড়ে উপস্থিত জনতাকে সম্ভাষণ জানানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন প্রশান্ত কিশোর। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

আহত হওয়ার পর কোনও মতে তাঁকে ধরে নিয়ে আসা হয় মঞ্চে। তখনই দেখা যায় বুকের যন্ত্রণায় কার্যত কাতরাচ্ছেন। ওই অবস্থায় জনসভা আপারতত স্থগিত রেখে আরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পিকেকে। সেখান থেকে তাঁকে রেফার করা হয় পাটনায়। বর্তমানে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সূত্রের খবর, চিকিৎসকদের তরফে জানানো হয়েছে তাঁর পাঁজরেই আঘাত লেগেছে। আপাতত যন্ত্রণা কমাতে পেনকিলার দেওয়া হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ