Advertisement
Advertisement
Prashant Kishor

‘লিখে নিন, এবার নীতীশ বিদায় পাকা’, বিহার ভোটের আগে ভবিষ্যদ্বাণী পিকের

চলতি বছরের শেষের দিকে বিহারে হতে চলেছে বিধানসভা নির্বাচন।

Prashant Kishor says Nitish Kumar will not be elected as Chief Minister
Published by: Amit Kumar Das
  • Posted:June 28, 2025 11:40 pm
  • Updated:June 28, 2025 11:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটকুশলী হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে তাঁর। নির্বাচনী ভবিষ্যৎ বলে বলে মিলিয়ে দেন তিনি। বিহার ভোটের ফের ভবিষ্যদ্বাণী করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিলেন,”লিখে নিন, এবারের নির্বাচনে নীতীশ কুমার নন নতুন মুখ্যমন্ত্রী পেতে চলেছে বিহার।”

চলতি বছরের শেষের দিকে বিহারে হতে চলেছে বিধানসভা নির্বাচন। সে প্রসঙ্গেই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, “নভেম্বরের পর নীতীশ কুমার আর মুখ্যমন্ত্রী থাকছেন না। আপনি লিখে নিন, এবার নতুন মুখ্যমন্ত্রী আসতে চলেছে বিহারে। রাজ্যের ৬০ শতাংশ মানুষ পরিবর্তন চান।” পাশাপাশি নীতীশকে অসুস্থ বলে দাবি করে পিকে বলেন, তিনি কাজ করার মতো শারীরিক ও মানসিক অবস্থায় নেই। উনি মঞ্চে বসে প্রধানমন্ত্রীর নাম ভুলে যাচ্ছেন। জাতীয় সঙ্গীত চলার সময়ে বুঝতে পারছেন না এটি জাতীয় সঙ্গীত নাকি কাওয়ালি। গত এক বছরে সংবাদমাধ্যমের সামনে আসেননি। উনি নিজের যত্ন নেওয়ার অবস্থায় নেই বিহারের দেখভাল কীভাবে করবেন?

শুধু তাই নয়, জেডিইউ বা তাঁর জোটসঙ্গীদের এবার হার নিশ্চিত বলে জানিয়ে পিকে আরও জানান, “২৪৩ আসনের বিহারে জেডিইউ তার একক ক্ষমতায় এবার ২৫টিরও কম আসন পেতে চলেছে। যদি এটি না ঘটে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।” পাশাপাশি তাঁর বার্তা, “নীতীশ ও তাঁর জোটসঙ্গী এবং ইন্ডিয়া জোটকে বাদ দিয়ে এবার তৃতীয় শক্তি বিহারে ক্ষমতায় আসতে চলেছে।” এছাড়া নিজের দল ‘জন সূরজ’ প্রসঙ্গে পিকে বলেন, “আমি মুখ্যমন্ত্রীর দৌড়ে নেই। আমি এখানে মুখ্যমন্ত্রী হতে আসিনি। জন সুরাজ আমার পৈতৃক দল নয়। আমি রাজ্য সভাপতি বা জাতীয় সভাপতিও হইনি। আমি বিহারের ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি এবং এটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।” তাঁর দল এবার সবকটি আসন তো বটেই, ৫০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেবে বলেও জানিয়ে দেন জন সূরজ পার্টির প্রতিষ্ঠাতা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement