Advertisement
Advertisement

Breaking News

Prashant Kishor

জামিন পেলেও শর্ত মানতে নারাজ, জেলই ঠিকানা প্রশান্ত কিশোরের

২৫০০০ টাকার ব্যক্তিগত বন্ডে পিকের জামিন মঞ্জুর করেছিল আদালত।

Prashant Kishor sent to jail after he refuses bail condition
Published by: Amit Kumar Das
  • Posted:January 6, 2025 5:17 pm
  • Updated:January 6, 2025 5:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তারির পর এবার জেলই ঠিকানা হতে চলেছে জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরের। সোমবার পিকেকে আদালতে তোলা হলে তাঁর জামিন মঞ্জুর করেছিল আদালত। ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেয় পাটনা সিভিল কোর্ট। তবে জামিনের শর্তে সাক্ষর করতে রাজি হননি পিকে। যার জেরেই আপাতত হাজতবাস করতে হবে ভোট কুশলীকে।

Advertisement

আদালতের নির্দেশের পর এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রশান্ত কিশোরের আইনজীবী বলেন, ‘এদিন আদালতের তরফে ২৫০০০ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হলেও, জামিনের জন্য একাধিক শর্ত দেওয়া হয়। এখানে অন্যতম শর্ত ছিল ভবিষ্যতে এমন অপরাধ তিনি আর করবেন না। এখানেই বাধে সমস্যা। প্রশান্ত কিশোর দাবি করেন, তিনি কোনও অন্যায় করেননি। ধর্নায় বসা ও আন্দোলন করা তাঁর অধিকার। ভবিষ্যতে তিনি যদি কোনও আন্দোলন করেন তবেন এই শর্তের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করবে।’ এর পর আদালতের কাছে আবেদন জানানো হয়, শর্তনামা থেকে নির্দিষ্ট ওই শর্ত বাদ দেওয়ার জন্য। তবে বিচারক স্পষ্ট জানিয়ে দেন নির্দেশ জারি হয়ে গিয়েছে। জামিন পেতে গেলে এই শর্ত মানতে হবে তাঁকে।

এই ইস্যুতে দীর্ঘ টালবাহানা চলার পর পিকে স্পষ্ট জানিয়ে দেন, শর্তনামা থেকে নির্দিষ্ট ওই শর্ত না সরানো হলে তাতে সই করবেন না তিনি। এই অবস্থায় যদি জামিন নাও পাওয়া যায় তবে জেলে যেতেও প্রস্তুত তিনি। জটিল এই পরিস্থিতির জেরে শেষ পর্যন্ত জেলেই যেতে হচ্ছে পিকেকে। পিকের আইনজীবী জানিয়েছেন প্রশান্ত কিশোরের জামিন পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তাঁরা।

উল্লেখ্য, বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নফাঁস ও ব্যাপক কারচুপির অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি তুলেছেন পড়ুয়ারা। তাঁদের সমর্থনে পাশে দাঁড়িয়েছেন জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। পড়ুয়াদের দাবি আদায়ে গত ২ জানুয়ারি পাটনার গান্ধী ময়দানে আমরণ অনশনে বসেন পিকে। সোমবার ভোর ৪টে নাগাদ তাঁর অনশনমঞ্চে হানা দেয় বিহার পুলিশ। জোর করে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় প্রশান্ত কিশোরকে। এই সময় আন্দোলনকারীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পুলিশের। পরে গ্রেপ্তার করা হয় তাঁকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ