Advertisement
Advertisement
Uttar Pradesh

টেক অফের পরেই বিপত্তি, উত্তরপ্রদেশে ভেঙে পড়ল বিমান

ফারুকাবাদে ভয়ংকর দুর্ঘটনা।

Private plane loses control after take-off and crashes in Uttar Pradesh Farrukhabad

উত্তরপ্রদেশে ভেঙে পড়া বিমান।

Published by: Kishore Ghosh
  • Posted:October 9, 2025 2:15 pm
  • Updated:October 9, 2025 3:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে ভয়ংকর বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার ফারুকাবাদ থেকে ওড়ে একটি ব্যক্তিগত বিমান। টেক অফের খানিক বাদেই নিয়ন্ত্রণ হারান পাইলট। শেষ পর্যন্ত বিমানটি ভেঙে পড়ে। যদিও দু’জন পাইলট এবং বিমানে থাকা যাত্রীরা অক্ষত রয়েছেন বলেই জানা গিয়েছে।

Advertisement

আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর বিমানটি একটি ঝোপজঙ্গলে ধাক্কা খায়। এরপরই সেটিতে মাটিতে আছড়ে পড়ে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, বিমানের সামনের অংশ মাটিতে পড়ে রয়েছে। বিমানটির একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পিটিআই সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি বিয়ার কারখানার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন বিমানটিতে। তিনি নতুন একটি প্রকল্প এলাকা পরিদর্শনে এসেছিলেন। দুর্ঘটনার বিষয়ে জেলাশাসক অশুতোষ কুমার দ্বিবেদী বলেন, “সৌভাগ্য যে বিমানে থাকা সকলেই সুরিক্ষিত আছেন। কেউ আহত হননি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ