সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সংঘর্ষবিরতির পর বাণিজ্যচুক্তি! ফের বাধ্য ছেলের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেডলাইনের সামনে ঝুঁকে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কটাক্ষের সুরে ভবিষ্যদ্বাণী করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
আসলে এই মুহূর্তে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে রীতিমতো অচলাবস্থা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই নয়াদিল্লিকে ডেডলাইন বেঁধে দিয়েছেন। আমেরিকার স্পষ্ট বার্তা, আগামী ৯ জুলাইয়ের মধ্যে তাঁদের শর্তেই চুক্তি করতে হবে দিল্লিকে। না হলে কোনও চুক্তিতে তারা স্বাক্ষর করবে না। শোনা গিয়েছে চুক্তির বেশ কয়েকটি বিষয় নিয়ে উভয় পক্ষেরই আপত্তি রয়েছে এবং তারা নিজেদের অবস্থানে অনড়। যদিও আলোচনার মাধ্যমে সেগুলি দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করছে দুই দেশই। কিন্তু এখনও পর্যন্ত ঐক্যমতে পৌঁছনো যায়নি।
এরই মধ্যে শুক্রবার বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল হুঙ্কার দিয়েছেন, ভারত বাণিজ্যচুক্তির ক্ষেত্রে কোনও ডেডলাইন নয়, ভারতের স্বার্থই সবচেয়ে জরুরি। তিনি বলেন, ”একেবারে উইন-উইন চুক্তি হতে হবে। এবং ভারতের স্বার্থ সুরক্ষিত থাকাই একমাত্র শর্ত। জাতীয় স্বার্থ সবসময়ই অগ্রাধিকার পায়। এবং সেক্ষেত্রে মাথাতে রাখতে হবে যদি কোনও ভালো চুক্তি সম্পন্ন হয়, ভারত সব সময় উন্নত দেশগুলির সঙ্গে যোগসূত্র গড়ে তুলবে।” কিন্তু রাহুল গান্ধীর দাবি, পীযুষ গোয়েল মুখে যা-ই বলুন, ফের ট্রাম্পের সামনে ঝুঁকবেন নরেন্দ্র মোদি। বিরোধী দলনেতার বক্তব্য, “আমি ভবিষ্যৎ বলে দিচ্ছি। বাধ্য ছেলের মতো ট্রাম্পের বেঁধে দেওয়া ডেডলাইনের সামনে ঝুঁকে বাণিজ্য চুক্তি সই করবেন মোদি।”
Piyush Goyal can beat his chest all he wants, mark my words, Modi will meekly bow to the Trump tariff deadline.
— Rahul Gandhi (@RahulGandhi)
ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে মধ্যস্থতার দাবি থেকে সরেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর স্পষ্ট দাবি, বাণিজ্য বন্ধের হুমকি দিয়েই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন ভারতকে। ভারত বারবার সেই দাবি খারিজ করলেও ট্রাম্প নিজের বক্তব্যে অনড়। বাণিজ্য চুক্তির ক্ষেত্রেও মার্কিন প্রেসিডেন্ট নিজের বক্তব্যে অনড় থাকবেন বলেই মনে করা হচ্ছে। রাহুলের দাবি, এক্ষেত্রে ফের মোদিই ঝুঁকবেন মার্কিন প্রেসিডেন্টের সামনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.