Advertisement
Advertisement
Rahul Gandhi

বিহারে আলাদা প্রার্থী ঘোষণা কংগ্রেসের, আসনজট কাটাতে লালুকে ফোন রাহুলের

যেনতেন প্রকারে বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত আসনরফা ঘোষণা করে দিতে চায় ইন্ডিয়া জোট।

Rahul Gandhi dials Lalu Yadav to resolve Bihar seat-sharing deadlock, Say Sources
Published by: Subhajit Mandal
  • Posted:October 16, 2025 4:27 pm
  • Updated:October 16, 2025 4:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে ইন্ডিয়া জোটের আসন জট কাটাতে আসরে নামতে হল খোদ রাহুল গান্ধীকে। জট কাটাতে রাহুল দ্বারস্থ হলেন খোদ লালুপ্রসাদ যাদবের। সূত্রের খবর, যেনতেন প্রকারে বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত আসনরফা ঘোষণা করে দিতে চায় ইন্ডিয়া জোট। সেই লক্ষ্যেই লালুর সঙ্গে কথা বলেছেন রাহুল। তাৎপর্যপূর্ণ বিষয় হল, রাহুল গান্ধীর সঙ্গে তেজস্বী যাদবের সম্পর্ক ভালো হলেও তেজস্বীর সঙ্গে আলোচনায় আসনজট কাটেনি। তাই শেষমেশ লালুর দ্বারস্থ হতে হল রাহুলকে।

Advertisement

শুক্রবারই বিহারে প্রথম দফার নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এনডিএ আসনরফা ঘোষণা করে অধিকাংশ আসনে প্রার্থীদের নামও ঘোষণা করে ফেলেছে। অথচ ইন্ডিয়া জোট এখনও নিজেদের মধ্যে রফা চূড়ান্ত করে উঠতে পারেনি। এসবের মধ্যেই আবার ইন্ডিয়া জোটের শরিক দলগুলি নিজেদের মতো করে প্রার্থী ঘোষণাও শুরু করে দিয়েছে। সব মিলিয়ে রীতিমতো টালমাটাল পরিস্থিতি বিহারের বিরোধী শিবিরে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত আসরে নামতে হল খোদ রাহুল গান্ধীকে। সূত্রের খবর, ফোনে লালুকে রাহুল জানিয়েছেন, দুপক্ষই সামান্য আপস করলে সমস্যা মিটে যেতে পারে।

আসলে আসনরফা চূড়ান্ত করতে না পারায় বিহারে মহাজোটের যে রাজনৈতিক ক্ষতি হচ্ছে, সেটা রাহুল স্পষ্ট বুঝতে পারছেন। সে কারণেই শেষ মুহূর্তে কিছুটা সুর নরম করেছে কংগ্রেস। গতবার বিহারে ৭০ আসনে লড়ে হাত শিবির জিতেছিল মাত্র ১৯টিতে। কংগ্রেসের সেই স্ট্রাইক রেটের জন্যই সরকার গড়তে পারেনি মহাজোট। এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তেজস্বী যাদব কংগ্রেসকে গোটা পঞ্চাশের বেশি আসন ছাড়তে রাজি ছিল না। কিন্তু রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা থেকে উদ্বুদ্ধ কংগ্রেসও মাথা নোয়াতে রাজি ছিলেন না। শেষ পর্যন্ত অবশ্য জোটের স্বার্থে খানিক সুর নরম করেছে কংগ্রেস। সূত্রের খবর, কংগ্রেস ৬১ আসনে লড়তে রাজি হয়েছে। আরজেডিও ৬১ আসন ছাড়তে রাজি। সমস্যাটা হচ্ছে, কোন কোন আসনে কংগ্রেস লড়বে সেটা নিয়ে। হাত শিবিরের বক্তব্য, ২০২০-তে কংগ্রেসের স্ট্রাইক রেট খারাপ হওয়ার মূল কারণই হল কংগ্রেসকে এমন সব আসনে লড়তে দেওয়া হয়েছিল, যেগুলি মহাজোটের পক্ষে জেতা কঠিন। এবার তাঁরা শক্তিশালী আসনে লড়তে চান। এসব বিতর্ক দীর্ঘদিন ধরেই চলছে। শেষে বাধ্য হয়েই রাহুলকে আসরে নামতে হল।

এসবের মধ্যে আবার কংগ্রেসও নিজেদের মতো করে একদফার প্রার্থী ঘোষণা করে দিয়েছে। যে সব আসনে তাঁদের লড়া নিয়ে কোনও সংশয় নেই, সেই সব আসনের টিকিট বিলি শুরু করেছে প্রদেশ কংগ্রেস। বুধবার রাত থেকেই বিহারের প্রদেশ কংগ্রেস সমাজমাধ্যমে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছে। প্রার্থীদের ছবি-সহ ওই পোস্টগুলিতে কংগ্রেসের দাবি, ইন্ডিয়ার সমর্থন নিয়েই তাঁদের প্রার্থী করা হয়েছে। সব মিলিয়ে ১৭টি পৃথক পৃথক পোস্টে বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ