Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

গণপিটুনিতে মৃত দলিত পরিবারের পাশে রাহুল, যোগী সরকারের বিরুদ্ধে ‘হুমকি’র অভিযোগ

দলিত 'অত্যাচারের' বিরুদ্ধে সরব রাহুল।

Rahul Gandhi meets family of Dalit man lynched in UP, alleges threat to them

মৃত হরিওমের পরিবারের সঙ্গে রাহুল।

Published by: Amit Kumar Das
  • Posted:October 17, 2025 2:33 pm
  • Updated:October 17, 2025 2:33 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণপিটুনিতে মৃত উত্তরপ্রদেশের দলিত যুবক হরিওম বাল্মীকির বাড়িতে বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার রায়বরেলিতে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সান্তনা দিলেন কংগ্রেস সাংসদ। পাশাপাশি কড়া সুরে জানালেন, ”সরকারের লোকজনই লাগাতার হুমকি দিচ্ছে ওই পরিবারকে।” যোগী সরকারের কাছে তাঁর আর্জি, ওই পরিবারকে রক্ষা করুন। পাশাপাশি দেশে ক্রমশ বাড়তে থাকা দলিত নির্যাতন ও ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

Advertisement

গত ২ অক্টোবর উত্তরপ্রদেশের রায়বরেলিতে হিংসার শিকার হন ফতেপুরের বাসিন্দা হরিওম। গণপিটুনি দিয়ে খুন করা হয় তাঁকে। এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা দেশে। ঘটনার নিন্দায় সরব হন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘হরিওম বাল্মীকির সঙ্গে যা ঘটেছে, তা এই দেশের সংবিধানের বিরুদ্ধে একটি গুরুতর অপরাধ। এই ঘটনা সমাজের কলঙ্ক। আমরা এই অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এই দেশ মনুবাদ দ্বারা নয়, বাবা সাহেবের সংবিধান দ্বারা পরিচালিত হবে।’ এর পর শুক্রবার ফতেপুরে হরিওমের বাড়িতে উপস্থিত হলেন তিনি। সান্তনা দেওয়ার পাশাপাশি মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল অভিযোগ করেন, সরকারের লোকজন মৃতের পরিবারকে হুমকি দিচ্ছে এবং ওই পরিবারের সঙ্গে কেউ যাতে দেখা করতে না পারে সেই চেষ্টা করছে। কার্যত বন্দি করে রাখা হয়েছে পরিবারকে। ওই পরিবার তাঁকে জানিয়েছে, তাঁদের এক মেয়ের অস্ত্রোপচার করানোর প্রয়োজন, কিন্তু সরকার তাঁদের ঘরে বন্দি করে রেখেছে। তাঁর চিকিৎসার প্রয়োজন। রাহুল বলেন, আমরা সবরকম চেষ্টা করছি সাহায্যের কিন্তু ওদের ঘরের বেরোতে দেওয়া হচ্ছে না।

শুধু তাই নয় রাহুলের অভিযোগ, তিনি এখানে আসার পর পরিবারকে হুমকি দিয়ে একটি ভিডিও করা হয়েছিল। যেখানে বলানো হয়, ওরা আমাদের সঙ্গে দেখাক করতে চান না। সাক্ষাতের পর আমি জেনেছি, হুমকি দিয়ে ওই ভিডিও করানো হয়। এই ইস্যুতে যোগী সরকারকে তোপ দেগে বলেন, এই পরিস্থিতিতে ওই পরিবারের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব হওয়া উচিত। তা না করে ওই পরিবারকে হেনস্তা করা হচ্ছে। রাহুল বলেন, তিনি নিজে বিষয়টি দেখবেন এবং ওই পরিবার যাতে ন্যায় পায় তার জন্য যা করার করবেন। উল্লেখ্য, রাহুল আসার আগে পরিবারের তরফে একটি ভিডিও সামনে এসেছিল যেখানে মৃতের পরিবারকে বলতে শোনা যায়, গণপিটুনিতে মৃত্যুর পর সরকার অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি তাঁদের আর্থিক সাহায্য ও চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। রাহুল যেন রাজনীতি করতে তাঁদের বাড়ি না আসেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ