Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

‘বিরল করমর্দন’, ভোটে জেতায় বিজেপি সাংসদকে অভিনন্দন রাহুল গান্ধীর!

সংসদ ভবন চত্বরে রাহুলকে দেখা মাত্র এগিয়ে যান বিজেপি সাংসদ।

Rahul Gandhi's "Uncommon Handshake" With BJP MP
Published by: Kishore Ghosh
  • Posted:August 20, 2025 3:46 pm
  • Updated:August 20, 2025 3:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কনস্টিটিউশন ক্লাবের নির্বাচন জিতলেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব প্রতাপ রুডি। ‘বিরল করমর্দনে’ তাঁকে অভিনন্দন জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার এমন বিরল মুহূর্তের সাক্ষী হল সংসদ ভবন চত্বর। এই মুহূর্তে রাহুল গান্ধীর ‘ভোটচুরি’র অভিযোগে উত্তাল সংসদ। একে অপরের বিরুদ্ধে বিষোদগার করছে যুযুধান শাসক ও বিরোধী পক্ষ। তার মধ্যেই কনস্টিটিউশন ক্লাবের নির্বাচনে বিজেপি প্রার্থীর জয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে সৌজন্যের উদাহরণ রাখলেন দুই নেতা।

Advertisement

একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, কনস্টিটিউশন ক্লাবের নির্বাচনে জয়ী বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি ও রাহুল গান্ধীর একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। রাহুলকে দেখা মাত্র এগিয়ে আসেন রাজীব। কংগ্রেস নেতাও এগিয়ে গিয়ে করমর্দন করেন তাঁর সঙ্গে। এরপরেই সাংবাদিকদের রাহুল বলেন, “কংগ্রেস ও বিজেপির একটি বিরল করমর্দন। যাই হোক অভিনন্দন জানাই।” পালটা ‘ধন্যবাদ’ জানান রাজীবও।

উল্লেখ্য, রাজীব প্রতাপ রুডি এই নিয়ে দ্বিতীয়বার কনস্টিটিউশন ক্লাবের নির্বাচিত নেতা হলেন। সতীর্থ বিজেপির সঞ্জীব বালিয়ানকে হারান তিনি। ক্লাব সদস্যের সংখ্যা ১২৯৫। এদের মধ্যে ৭০৭ জন ভোট দেন। তাদের মধ্যে রয়েছেন অমিত শাহ, জেপি নাড্ডা, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে প্রমুখ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ