সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবির অন্যতম প্রধান চরিত্র রামাধির সিং বলেছিলেন, “তুম লোগো কি খোপরি মে সানিমা চল রাহা হ্যায়।” সেই কারণেই বাস্তব জীবনে ব্যর্থ তোমরা। রাজস্থানের (Rajasthan ) জয়পুর (Jaipur) শহরের যুগলও রিল আর রিয়েল লাইফ গুলিয়ে ফেলেছিলেন! চলন্ত বাইকে চুম্বনরত অবস্থায় দেখা যায় তাঁদের। সেই ভিডিও ভাইরাল হয় সামাজিকমাধ্যমে। বিষয়টি নজরে আসে পুলিশের। এর পরেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তায় বাইকে যুগল। মাথায় হেলমেট নেই। বলি ছবির নায়ক-নায়িকাদের কায়দায় চম্বনরত তাঁরা। যুবতী বসেছিলেন পিছনের আসনে। যুবক বিপদের পরোয়া না করেই পিছন ঘুরে তরুণীকে চুম্বন করতে থাকেন। বেশ কিছুক্ষণ চলে চুম্বনপর্ব। বাইকও চলতে থাকে ওভাবেই। পিছনের গাড়ি থেকে কেউ বা কারা এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। যা ভাইরাল সোশাল মিডিয়ায়।
kitne ka chalan hona chaiye?
— rajni singh (@imrajni_singh)
ভিডিওটি নজরে আসে জয়পুর ট্রাফিক পুলিশের। দ্রুত ব্যবস্থা নিয়ে বাইকচালক যুবককে চিহ্নিত করা হয়। ট্রাফিক আইন ভাঙার দায়ে তাঁকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। জয়পুর ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মোটর ভেহিক্যাল আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে হোলির সময় জয়পুর শহরে একই ধরনের ঘটনা দেখা গিয়েছিল। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.