Advertisement
Advertisement

Breaking News

Andhra Pradesh

চাকরি নেই বলে প্রেমিকার মন অন্য যুবকে, গলা কেটে খুন করল প্রেমিক!

নিজের গলায় ছুরি চালিয়েও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন ওই যুবক।

Rejected For Being Jobless, Andhra Pradesh Man Slits Girlfriend's Throat

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 31, 2024 8:32 pm
  • Updated:June 1, 2024 2:51 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেই চাকরি। তাই প্রত্যাখ্যান করেছিলেন প্রেমিকা। জানিয়ে দিয়েছিলেন এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। মন দিয়েছিলেন অন্য একজনকে। কিন্তু ভালোবাসার মানুষকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব ছিল ওই যুবকের কাছে। যার পরিণতি হল ভয়ংকর। ওই তরুণীর গলা কেটে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয় নিজের গলায় ছুরি চালিয়েও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে তাঁর।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার এই ঘটনা ঘটে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। ওই যুবকের নাম ইয়েসু রত্নম। তাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন রত্না গ্রেস নামে ওই তরুণী। এক সপ্তাহ আগে ইয়েসুর সঙ্গে যোগাযোগ বন্ধ করে অন্য আরেক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান। যা মেনে নিতে পারেননি ইয়েসু। অনেকবার পেশায় বেসরকারি স্কুলের শিক্ষিকা রত্নাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁর কোনও কথা শুনতেই রাজি হননি রত্না।

[আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ রাহুল গান্ধী’, ইন্ডিয়ার ‘মুখ’ নিয়ে জল্পনার মাঝেই বার্তা খাড়গের]

পুলিশ সূত্রে খবর, এদিন রত্নার স্কুলের সামনে হাজির হন ইয়েসু। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তাঁর সঙ্গে কথা বলতে রাজি হন রত্না। দুজনের তর্কাতর্কিও হয়। তখনই ছুরি বের করে রত্নার গলায় চালিয়ে দেন ইয়েসু। মাটিতে লুটিয়ে পড়েন ওই তরুণী। এর পরই নিজের গলায় ছুরি চালান ইয়েসু। ঘটনাস্থলে এসে পুলিশ দুজনকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে রত্নাকে মৃত বলে ঘোষণা করা হয়। এখন চিকিৎসা চলছে ইয়েসুর। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: ধর্ষণের পর ভিডিও ফাঁস, অন্যত্র বিয়ে ঠিক হতেই তরুণীকে অপহরণের চেষ্টা, চাঞ্চল্য মধ্যপ্রদেশে]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ