Advertisement
Advertisement

Breaking News

long term visa

ভারত ছাড়তে হবে না সব পাকিস্তানিদের, ভিসা নিয়ে নিয়ম শিথিল কেন্দ্রের

পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় সব পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার।

Relief for Pakistanis residing in India with long term visa

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 30, 2025 8:17 pm
  • Updated:April 30, 2025 8:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক নাগরিকদের জন্য উদার পদক্ষেপ ভারতের। জানা গিয়েছে, দীর্ঘমেয়াদি ভিসায় যেসমস্ত পাকিস্তানিরা এদেশে রয়েছেন তাঁদের ভারত ছাড়তে হবে না। এমনকি ভিসার মেয়াদ ফুরিয়ে গেলে তা পুনর্নবীকরণ করারও সুযোগ দেওয়া হবে পাক নাগরিকদের। উপযুক্ত নথিপত্র থাকলে একেবারে নতুন করে লং টার্ম ভিসার আবেদন করার পথও খোলা থাকছে তাঁদের জন্য।

Advertisement

পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় সব পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। এই সিদ্ধান্তের জেরে বিপাকে পড়েছেন শয়ে শয়ে পাকিস্তানি নাগরিক। যাঁদের কেউ সদ্য বিয়ে করে এদেশে এসেছেন, কেউ আবার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন। স্বল্প সময়ের নোটিশে দেশ ছাড়তে হচ্ছে তাঁদের। গত কয়েকদিনে এমন অজস্র ছবি। চোখের জলে মোদি সরকারের কাছে সেই সব মানুষের আর্জি, ‘যারা অপরাধ করল সেই জঙ্গিদের শাস্তি দিন, আমাদের নয়।’

সীমান্তে মহিলা-শিশুদের কান্নায় ভেঙে পড়ার ছবি দেখেই কি পাক নাগরিকদের নিয়ে অবস্থান কিছুটা হালকা করল ভারত? যোধপুরের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের একটি নোটের ভিত্তিতে গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে বলা হয়েছে, যেসব পাক নাগরিকরা বর্তমানে এলটিভিতে ভারতে রয়েছেন তাঁদের দেশ ছাড়তে হবে না। এলটিভির মেয়াদ ফুরোলেও তা রিনিউ করতে পারবেন পাক নাগরিকরা। যাঁদের এলটিভির আবেদন আপাতত প্রক্রিয়ায় রয়েছে, ভারত ছাড়তে হবে না সেই পাকিস্তানিদেরও।

এখানেই শেষ নয়, যেসব পাকিস্তানিদের কাছে উপযুক্ত নথিপত্র রয়েছে তাঁরা চাইলে নতুন করে এলটিভির আবেদন করতে পারেন। যাঁদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে অথচ নাগরিকত্ব পাননি, সেই পাকিস্তানিরাও ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে গিয়ে নথি জমা করতে পারবেন। যোধপুরের পরিসংখ্যান বলছে, গত তিনদিনে ৩৬২টি এলটিভির আবেদন গৃহীত হয়েছে এবং প্রক্রিয়ায় রয়েছে। তবে কেন্দ্রের এই পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলবে ভারতে দীর্ঘদিন ধরে বসবাসকারী পাকিস্তানিরা। তবে স্বল্পমেয়াদি ভিসা বা চিকিৎসা ও পড়াশোনার ভিসা নিয়ে ভারতে আসা পাকিস্তানিদের এদেশ ছাড়তে হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ