Advertisement
Advertisement

Breaking News

Red Fort

ধর্মীয় অনুষ্ঠানের সুযোগ নিয়ে চুরি খাস লালকেল্লায়! খোয়া গেল দেড় কোটির সোনার সামগ্রী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

robbery happened at Red Fort stuff worth crores lost
Published by: Anustup Roy Barman
  • Posted:September 6, 2025 2:57 pm
  • Updated:September 6, 2025 2:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার চুরি খোদ লালকেল্লায়। জৈনদের ধর্মীয় অনুষ্ঠান থেকে খোয়া গেল দেড় কোটি টাকা মূল্যের সোনার সামগ্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে দিল্লির লালকেল্লায় চলছে জৈনদের ধর্মীয় অনুষ্ঠান ‘দশলক্ষণ মহাপ্রভ’। আগামী ১০ দিন ধরে চলবে এই অনুষ্ঠান। অনুষ্ঠান চলাকালীন লালকেল্লার ভিতর থেকে চুরি হয়েছে দেড় কোটি টাকা দামের দুটি সোনার জিনিস। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি বড় সোনার কলসি এবং ৭৬০ গ্রাম ওজনের একটি সোনার নারকেল। এছাড়াও ১১৫ গ্রাম ওজনের আরও একটি সোনার কলসিও চুরি হয়েছে। এই সোনার জিনিসগুলির গায়ে বহুমূল্যের রত্ন বসানো ছিল বলেও জানা গিয়েছে।

তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ জানতে পেরেছে, পুরোহিতের সাদা পোশাকে ভিড়ে মিশেছিল চোর। ফুটেজে চোরের মুখ দেখা গিয়েছে বলেও জানানো হয়েছে। আয়জকরা যখন অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন সেই সময়ে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। সাময়িক বিরতির পরে আচার-অনুষ্ঠান ফের শুরু হলে বোঝা যায় গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি হয়েছে।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, “ভিড়ের সুযোগ নিয়ে এই চুরি করা হয়েছে। মূল্যবান রত্নগুলি সাজানোর জন্য রাখা হলেও সোনার কলসটির সঙ্গে ধর্মীয় আবেগ জড়িয়ে। এই ধরণের জিনিসের কোনও মূল্য নির্ধারণ করা যায় না।” এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ