Advertisement
Advertisement
Robert Vadra

ফের প্রিয়াঙ্কার স্বামীকে জিজ্ঞাসাবাদ ইডির, সঞ্জয়কে ‘পলাতক’ ঘোষণা করতেই চাপে রবার্ট বঢরা?

গত মাসে দু’বার হাজিরা এড়ান গান্ধী পরিবারের জামাই।

Robert Vadra appears in ED office in Sanjay Bhandari case
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 14, 2025 2:43 pm
  • Updated:July 14, 2025 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক তছরুপ মামলায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরাকে জেরা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। ইডির নোটিস পাওয়ার পরই সোমবার সকাল ১১টা নাগাদ দিল্লির এপিজে আব্দুল কালাম রোডের ইডি অফিসে পৌঁছে যান তিনি। সূত্রের খবর, আর্থিক তছরুপ মামলায় সঞ্জয় ভাণ্ডারির সঙ্গে বঢরার সম্পর্ক, লন্ডনের সম্পত্তি ও মামলার অন্য বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় গান্ধী পরিবারের জামাইকে।

Advertisement

গত মাসে ১০ ও ১৭ তারিখ হাজিরা দেওয়ার জন্য ব্যবসায়ী রবার্ট বঢরাকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও সে সময় দেশের বাইরে রয়েছেন বলে জানিয়ে হাজিরা এড়িয়েছিলেন তিনি। ইউপিএ জমানায় প্রতিরক্ষা ক্ষেত্রে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারির বিরুদ্ধে। সেই মামলায় তদন্ত করতে গিয়ে গান্ধী পরিবারের জামাইয়ের যোগ খুঁজে পায় ইডি।

এদিকে এই মামলায় ইডির আবেদনে সাড়া দিয়ে গত ৫ জুলাই বঢরা ঘনিষ্ঠ অস্ত্র ব্যবসায়ী সঞ্জয়কে পলাতক ঘোষণা করে দিল্লির আদালত। বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় । ২০২০ সালে ১৫ জুলাই ইংল্যান্ডে তাঁকে গ্রেপ্তার করা হলেও সে সময় ১.২ মিলিয়ন ডলার এবং পাসপোর্ট জমা রেখে জামিন পেয়েছিলেন তিনি। এরপর থেকে সেন্ট্রাল লন্ডনে গৃহবন্দি অবস্থায় থাকছিলেন। রোজ থানায় দেখা করতে হত তাঁকে।

ভারত সরকার সঞ্জয়কে দেশে ফেরানোর মরিয়া চেষ্টা করছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ইউপিএ জমানায় প্রতিরক্ষা ক্ষেত্রে চুক্তির জন্য ৪০০ কোটি টাকা বিদেশি সংস্থার কাছ থেকে পেয়েছিলেন তিনি। বিদেশে গা ঢাকা দিয়েছিলেন। দুবাইতে একাধিক সংস্থার সঙ্গে অবৈধ লেনদেন করেন বলেও অভিযোগ। সঞ্জয়কে ফিরিয়ে আনা হলে বঢরার উপর চাপ বাড়বে বলে মনে করা হচ্ছিল। এরই মধ্যে তাঁকে একাধিকবার সমন পাঠানোর পর অবশেষে হাজিরা দিলেন ব্যবসায়ী তথা গান্ধী পরিবারের জামাই বঢরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement