Advertisement
Advertisement

Breaking News

MGNREGA

১০০ দিনের কাজে বাংলার ৩ হাজার কোটি আটকে রেখেছে কেন্দ্র, রাজ্যসভায় স্বীকার মোদি সরকারের

তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে রাজ্যসভায় জানাল কেন্দ্র।

Rs 3,000 crore dues to Bengal in MGNREGA, govt tells Rajya Sabha
Published by: Amit Kumar Das
  • Posted:August 2, 2025 6:40 pm
  • Updated:August 2, 2025 6:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্ত তথ্য-প্রমাণ দেওয়া সত্ত্বেও বাংলা বৈষম্য ছাড়ছে না কেন্দ্রের মোদি সরকার। আবারও তা স্পষ্ট হয়ে গেল সংসদে। তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে মোদি সরকার রাজ্যসভায় জানাল, ১০০ দিনের কাজে বাংলার ৩ হাজার কোটি টাকা আটকে রাখা হয়েছে। কেন্দ্রের নির্দেশাবলী পালন না করার অভিযোগে এই টাকা আটকে রাখা হয়েছে বলে দাবি কেন্দ্রের। যদিও তৃণমূলের স্পষ্ট বক্তব্য, অবিজেপি রাজ্য হওয়ার জেরেই ইচ্ছাকৃতভাবে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে।

Advertisement

গত শুক্রবার রাজ্যসভায় ১০০ দিনের কাজ বাংলার বকেয়া সম্পর্কে সরকারের কাছে প্রশ্ন রেখেছিলেন তৃণমূল সাংসদ প্রকাশ চিক বারিক। তার উত্তরে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান জানান, ২০২২ সালের ৯ মার্চ থেকে আটকে রাখা হয়েছে ১০০ দিনের কাজে বাংলার বকেয়া টাকা। শুধু তাই নয়, বকেয়ার নিরিখে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি টাকা আটকে রাখা হয়েছে বাংলার। টাকার অঙ্ক ৩ হাজার ৩৮ কোটি। এই তালিকায় দেশের বাকি রাজ্যগুলির বকেয়া বাংলার তুলনায় সামান্যই। অন্ধপ্রদেশের বকেয়া ১,৬৮৪.৩৯ কোটি টাকা, বিহারে ৮৯৩.৫৭ কোটি টাকা, উত্তরপ্রদেশের ৬৯৪.৭৬ টাকা এবং তেলেঙ্গানার ৪৫৬.৩১ কোটি টাকা।

বাংলার বকেয়া টাকা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে প্রতিবাদ আন্দোলনের পাশাপাশি দিল্লিতে গিয়েও বিষয়টি নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল। এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। এতকিছুর পরেও ১০০ দিনের বকেয়া মেটানোর কোনও উদ্যোগ নেয়নি সরকার। এদিকে, গত মাসে শিবরাজের মন্ত্রকের আওতায় থাকা একশো দিনের কাজ, আবাস সহ একগুচ্ছ প্রকল্পে সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উলগানাথন হাজির ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের অর্থ সচিব প্রভাত মিশ্রও। জানা গিয়েছে, এদিনই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমারের সঙ্গে আলাদভাবে বাংলা নিয়ে আলোচনার কথা ছিল বাংলার দুই সচিবের। কিন্তু সেই বৈঠক হয়নি।

বাংলার প্রাপ্য টাকা দেওয়ার ক্ষেত্রে কোনও সমাধান সূত্র না মেলায় ক্ষোভপ্রকাশ করেছেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। তাঁর অভিযোগ, বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের এই বিমাতৃসুলভআচরণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে মনরেগা প্রকল্পে লাগামছাড়া দুর্নীতি চলছে। খোদ প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাতে মনরেগা প্রকল্পে ৭৫ কোটি টাকার দুর্নীতি অভিযোগে সেখানকার মন্ত্রী, তাঁর দুই ছেলেও গ্রেপ্তার হয়েছে। আরেক বিজেপি শাসিত রাজ্য বিহারেও ১৫ কোটি টাকা দুর্নীতি হয়েছে। কোথায়ও কাজ বন্ধ বা টাকা আটকে রাখা হয়নি। অথচ বাংলার মাত্র পাঁচ কোটি টাকা দুর্নীতির অভিযোগে বছরের পর বছর টাকা আটকে রাখা হয়েছে।” এর মাঝেই এবার খোদ মোদি সরকারের তরফে জানানো হল বাংলার বকেয়া বাবদ ৩ হাজার কোটিরও বেশি আটকে রেখেছে তারা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ