সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যার প্রত্যাঘাতে ৭ মে পাকিস্তান ও পিওকেতে অপারেশন সিঁদুর চালায় ভারত। ওই অপারেশন শুরুর ৩০ মিনিটের মধ্যে নয়টি জঙ্গিঘাঁটিতে হামলার কথা পাকিস্তানকে জানিয়েছিল ভারত। সোমবার সংসদীয় কমিটিতে একথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
সূত্রের খবর, এদিন সংসদীয় কমিটির বৈঠকে জয়শংকর বলেন, “অপারেশন সিঁদুর শুরু হওয়ার আধ ঘণ্টার মধ্যেই পাকিস্তানকে জানানো হয়েছিল যে কেবল সন্ত্রাসবাদীদের আস্তানাগুলিকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।” এছাড়া পাকিস্তানিই যে সংঘর্ষবিরতির অনুরোধ করেছিল, এদিন ফের সেকথা জানালেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, “ইসলামাবাদের উদ্যোগেই ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালকদের (ডিজিএমও) মধ্যে সরাসরি কথা হয়। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।”
সংসদের বিদেশ বিষয়ক পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। এদিন মূলত অপারেশন সিঁদুর এবং সীমান্তবর্তী এলাকায় পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। বৈঠকে উপস্থিত ছিলেন কেসি বেনুগোপাল, মণীশ তিওয়ারি, মুকুল ওয়াসনিক, প্রীয়াঙ্কা চতুর্বেদী, অপরাজিতা সারেঙ্গি এবং গুরজিৎ আউজলা। সূত্রের খবর, জয়শঙ্কর সংসদীয় কমিটির সদস্যদের আশ্বস্ত করেছেন যে ভারত কেবল জঙ্গিঘাঁটিগুলি লক্ষ্য করেই নির্ভুল হামলা চালিয়েছে এবং উত্তেজনা এড়াতে পাকিস্তানকে বিষয়টি জানিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.