Advertisement
Advertisement
Savarkar

গান্ধী-সুভাষ-ভগৎ সিংয়ের মাথার উপরে সাভারকর! কেন্দ্রের স্বাধীনতা দিবসের পোস্টার নিয়ে বিতর্ক তুঙ্গে

'ব্রিটিশদের কাছে ক্ষমা চাওয়া' সাভারকর কেন উপরে, প্রশ্ন বিরোধীদের।

Savarkar’s prominence over Mahatma Gandhi in Independence day poster sparks uproar
Published by: Biswadip Dey
  • Posted:August 16, 2025 10:22 am
  • Updated:August 16, 2025 10:35 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিংয়ের মাথার উপরে বিনায়ক দামোদর সাভারকর! স্বাধীনতা দিবসে এমনই পোস্টার শেয়ার করেছে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। যাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। বিরোধীরা মোদি সরকারকে কাঠগড়ায় তুলছে এই পোস্টার নিয়ে। তাদের দাবি, এমন একজনকে মহিমান্বিত করার চেষ্টা করা হচ্ছে যিনি একসময় ‘জাতির পিতা’র হত্যাকাণ্ডের এক অভিযুক্ত ছিলেন! প্রশ্ন উঠেছে, নিজেকে মুচলেকায় ‘ইংরেজ সরকারের অনুগত ভৃত্য’ বলা সাভারকর কী করে সুভাষ-ভগতের সঙ্গে একাসনে বসতে পারেন?

Advertisement

কংগ্রেসের জাতীয় সম্পাদক কেসি বেণুগোপাল এক্স হ্যান্ডলে তীব্র প্রতিবাদ করেছেন এহেন পোস্টারের। তাঁর কটাক্ষ ‘ব্রিটিশদের কাছে ক্ষমাপত্র জমা সাভারকরের মতো মানুষকে গান্ধীজির উপরে রাখা হচ্ছে- সেই অপরিহার্য মহাত্মা যিনি স্বাধীনতা এনে দিয়েছিলে আমাদের’। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, সাভারকরকে পোস্টারে রেখে জওহরলাল নেহরু ও সর্দার বল্লভভাই প্যাটেলের মতো ব্যক্তিত্বকে জায়গা দেওয়া হয়নি কেন। তিনি আরও লেখেন, ‘প্রতিবার স্বাধীনতা দিবসে মোদির নেতৃত্বে বিজেপি ইতিহাস বিকৃতির পক্ষে একটি করে পয়েন্ট তুলে ধরে। নায়কদের সরিয়ে বিশ্বাসঘাতকদের প্রাধান্য দেয়। অবশ্য যাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের সঙ্গে ষড়যন্ত্র করে বিভাজনের বীজ পুঁতেছিল এবং যাদের ছড়ানো ঘৃণা আজও আতঙ্কিত করে তাদের কাছে আর কী আশা করা যায়?’

প্রসঙ্গত, এর আগেও বারবার সাভারকর ইস্যুতে বিজেপির অবস্থান ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। মুচলেকা দিয়ে সাভারকরের আন্দামানের সেলুলার জেল থেকে চলে আসার বিতর্ক দূরে সরিয়ে রাখলেও তাঁর ‘রাজনৈতিক হিন্দুত্ব’-র জনক পরিচিতি কখনও অস্বীকার করা যায় না। তিনি যে বিজেপি-আরএসএসের তাত্ত্বিক গুরু, তা নিয়েও বিতর্কের অবকাশ নেই। বারবার তাঁকে প্রাধান্য দিয়ে হিন্দুত্ব আবেগকে চাগিয়ে দেওয়াই উদ্দেশ্য, এমনটাই মনে করে ওয়াকিবহাল মহলের একাংশ। এবার ফের নতুন করে বিতর্ক ঘনাল স্বাধীনতা দিবসের পোস্টার ঘিরে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ