সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগস্টা চপার কেলেঙ্কারি মামলায় জামিন পেয়ে গেলেন ‘মিডলম্যান’ ক্রিশ্চিয়ান মিশেল। ২০১৮ সাল থেকে ভারতের জেলে রয়েছেন মিশেল। মামলার তদন্তে দীর্ঘসূত্রিতার জেরে তাঁকে জামিন দিয়ে দিল শীর্ষ আদালত। এই মিশেলকে রাহুল গান্ধীর ‘ইটালিয়ান মামা’ বলে কটাক্ষ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ক্রিশ্চিয়ান মিশেলের জামিন মঞ্জুর করেছে। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ বলছে, “যে গতিতে এই মামলার তদন্ত চলছে, তাতে ২৫ বছরেও তদন্ত শেষ হবে না।” মামলার এই দীর্ঘসূত্রিতার কথা মাথায় রেখে মিশেলকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। ট্রায়াল কোর্ট তাঁর জামিনের শর্ত নির্ধারণ করবে। সেই শর্ত পূরণ করলেই জামিন পাবেন মিশেল।
প্রসঙ্গত, ৩ হাজার ৬০০ কোটি টাকার হেলিকপ্টার দুর্নীতি মামলার যৌথভাবে তদন্ত করছে সিবিআই ও ইডি। সেখানে নাম রয়েছে বেশ কয়েকজন ভারতীয় রাজনৈতিক-সহ প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীরও। অভিযোগ, ৫টি ভিভিআইপি হেলিকপ্টার কেনার জন্য ত্যাগী-সহ তৎকালীন ইউপিএ সরকারের একাধিক নেতা ঘুষ নিয়েছেন। ইটালির হেলিকপ্টার নির্মাণকারী সংস্থা অগস্টা ওয়েস্টল্যান্ড ‘মিডল ম্যান’ ক্রিশ্চিয়ান মিশেলের মাধ্যমে চুক্তিটিকে প্রভাবিত করেছে। ২০১৮ সালের জুলাই মাসে ক্রিশ্চিয়ান মিশেলের গ্রেপ্তারির পর থেকেই একের পর এক কংগ্রেস নেতার নাম এই দুর্নীতিতে জড়িয়েছে।
মিশেলকে ২০১৮ সালে দুবাই থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছিল। সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি কংগ্রেস তথা গান্ধী পরিবারের সঙ্গে তাঁর ‘যোগাযোগের’ অভিযোগ তুলেছিলেন। মোদি বলেছিলেন, ‘মিশেল মামার জন্যই কি রাফালে আপত্তি কংগ্রেসের?’ সেই মিশেল মামাকেই আটকে রাখতে পারল না সিবিআই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.