Advertisement
Advertisement

Breaking News

Karnataka

অপহরণের পর নাবালিকাকে যৌন নির্যাতন! কর্নাটকে গ্রেপ্তার রাম মন্দিরের পুরোহিত

ধৃতের নাম লোকেশ্বরা মহারাজ।

Seer Arrested For Kidnapping, Raping 17-Year-Old In Karnataka
Published by: Subhodeep Mullick
  • Posted:May 24, 2025 6:00 pm
  • Updated:May 24, 2025 6:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকাকে অপহরণ এবং যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক পুরোহিতের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেলাগাভি জেলায়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম লোকেশ্বরা মহারাজ। তিনি বেলাগাভি জেলার একটি রাম মন্দিরের পুরোহিত। অভিযোগ, বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তিনি নাবালিকাকে প্রথমে অপহরণ করেন। তারপর তাকে গ্রামের বাইরে একটি লজে নিয়ে যান। সেখানেই লোকেশ্বরা নাবালিকাকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। এদিকে মেয়ের খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় নাবালিকাটির পরিবার। শুরু হয় তদন্ত। বেলাগাভি জেলার একটি বাস স্ট্যান্ডের কাছ থেকে উদ্ধার করা হয় নির্যাতিতাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্ষণ করার পর লোকেশ্বরাই তাকে সেখানে ছেড়ে দিয়ে যান। নাবালিকার অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পকসো ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে বলে খবর।

বেলাগাভি পুলিশের এসপি ভীমাশঙ্কর এস গুলেড বলেন, “বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে লোকেশ্বরা গাড়িতে করে নাবালিকাকে অপহরণ করে দূরে একটি লজে নিয়ে যান। সেখানেই তাকে যৌন নির্যাতন করেন তিনি। সেখান থেকে আরও একটি জায়গায় নিয়ে গিয়েও হেনস্তা করা হয় তাঁকে। একটি বাস স্ট্যান্ড থেকে পুলিশ তাঁকে উদ্ধার করেছে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।” 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ