সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতেই ধাক্কা খেল শেয়ার বাজার। প্রায় ২ হাজার পয়েন্ট পড়ল সেনসেক্সের (Sensex Point) সূচক। পড়েছে নিফটিও (Nifty)। গত সপ্তাহের শেষ চারদিন শেয়ার বাজারের পতন অব্যাহত ছিল। সপ্তাহের প্রথমদিন অর্থাৎ সোমবার বাজার খুলতেই ফের বড়সড় ধসের সাক্ষি থাকল বম্বে স্টক এক্সচেঞ্জ। তবে শুধু ভারত নয়, গোটা এশিয়ার বাজারেই অস্থিরতা তৈরি হয়েছে।
এদিন সকালে শেয়ার বাজার খুলতেই দ্রুত নামতে থাকে সূচক। দুপুর ১২টা নাগাদ সেনসেক্স নেমে যায় ১০৫৬ পয়েন্ট। সেইসময় সেনসেক্সের সূচক ঘোরাফেরা করছে ৫৭ হাজারের সামান্য উপরে। বড়সড় পতন ঘটেছে নিফটির (Nifty) সূচকেও। ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের নিফটি প্রায় ৩১৭ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩০১ পয়েন্টের আশেপাশে। বিশেষজ্ঞদের আশঙ্কা নিফটি আরও নিচে নেমে যেতে পারে। পড়েছে সেনসেক্সও।
গত বছরের শেষেরদিকে প্রথমবার করোনার (CoronaVirus) নতুন স্ট্রেন ওমিক্রনের হদিশ মেলার পর সেনসেক্স এবং নিফটিতে বিরাট পতন দেখেছে বম্বে স্টক এক্সচেঞ্জ। সেই ওমিক্রন এদেশের মাটিতে প্রভাব বাড়াতেই তার সরাসরি প্রভাব পড়ল শেয়ার বাজারে। সোমবার বাজার খুলতেই একধাক্কায় অনেকটা পড়ল সেনসেক্স এবং নিফটির সূচক। জোম্যাটো, নিফটির মতো যেসব শেয়ার ঊর্ধ্বমুখী ছিল। এদিন তাদেরও পতন হয়।
Sensex crashes over 1400 points, currently trading at 57,578
— ANI (@ANI)
বলে রাখা ভাল, লকডাউন পর্বে ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত দিনের সাক্ষী হয় দালাল স্ট্রিট। সেনসেক্সের (Sensex) সূচক নেমে দাঁড়ায় ২৫ হাজরের কোঠায়। যদিও করোনা পরবর্তী কালে শেয়ার বাজারের সূচক ফের উপরের দিকে উঠতে থাকে। মাঝখানে সুদিনও দেখেছে বাজার। একটা সময় সেনসেক্সের সূচক ৬০ হাজারের উপরেও উঠেছিল। কিন্তু ওমিক্রনের চোখরাঙানিতে নতুন করে রক্তাক্ত দিনের আশঙ্কা দালাল স্ট্রিটে। বাজার বিশেষজ্ঞদের ধারণা, করোনা আবহ কাটিয়ে ঘুরে দাঁড়াবে বাজার। কিন্তু সেই পূর্বাভাসে ভরসা রাখতে পারছেন না বিনিয়োগকারীরা। সেকারণেই বাজার ধাক্কা খাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.