সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানযাত্রায় সহযাত্রীর কম্বলে প্রস্রাবের মতো জঘন্য কাজের অভিযোগে অভিযুক্ত যাত্রী জামিন পেল না। বুধবার দিল্লির এক আদালত ওই যাত্রীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। দিল্লি মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট কোমল গর্গ জানান, এটা ওকে ছেড়ে দেওয়ার আদর্শ সময় নয়। ও যে কাণ্ডটি ঘটিয়েছে, সেটা যে কোনও মহিলার সম্মানহানির জন্য যথেষ্ট। দিল্লির মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট অভিযুক্ত শঙ্কর মিশ্রকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন।
উল্লেখ্য, ২৬ নভেম্বর নিউ ইয়র্ক (New York) থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি ফেরার সময় ৭০ বছর বয়সি এক বৃদ্ধার কম্বলে মূত্রত্যাগ করে অভিযুক্ত শংকর মিশ্র। অভিযোগ, বিমানের বিজনেস ক্লাসে আচমকাই তাঁর গায়ে প্রস্রাব করেন এক ব্যক্তি। অধিকাংশ যাত্রী ঘুমন্ত থাকার কারণে ঘটনাটি সকলের নজর এড়িয়ে যায়। বিমানের কর্মীদের এই ঘটনা জানালে তাঁরা ওই বৃদ্ধাকে পরিষ্কার জামাকাপড় পরে ঘুমিয়ে পড়তে নির্দেশ দেন। এই বিষয়টি নিয়ে তিনি যেন মুখ না খোলেন, সেই কথাও বলা হয় বৃদ্ধাকে।
অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে বিমান সংস্থা। তাঁকে ৩০ দিনের জন্য এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে ওঠায় নিষেধাজ্ঞা জারি করে। এদিকে ওই বৃদ্ধা থানাতেও নালিশ করেন। এরপর দিল্লি পুলিশের তরফে শংকর মিশ্রর তরফে লুক আউট নোটিস জারি করা হয়। গত ৭ জানুয়ারি অভিযুক্ত শংকর মিশ্রকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয়। দিল্লি পুলিশের (Delhi Police) তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গালুরুতে একটি দল পাঠানো হয়। সেই দল তাকে গ্রেপ্তার করে।
বুধবার শংকরকে দিল্লির আদালতে তোলা হয়। তার আইনজীবীরা জামিনের আবেদনও করেন। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দিল। আরও অন্তত ১৪ দিন জেলে থাকতে হবে অভিযুক্তকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.