ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর ভারতের মাটিতে পাক হামলায় শাহবাজদের সহায় হয়েছিল বিশ্বাসঘাতক তুরস্ক। বিপদের বন্ধু ভারতের পিঠে ছুরি মারা এই তুরস্ককে বয়কটের দাবিতে গোটা দেশ যখন সোচ্চার, ঠিক সেই সময় বিস্ফোরক দাবি করলেন কেরলের কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর দাবি, এই তুরস্ককে একটা সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল কেরলের। ২০২৩ সালে ভূমিকম্পের সময় এই দেশকে ১০ কোটির সাহায্য পাঠায় কেরলের বাম সরকার। শশীর মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেস সাংসদকে পালটা তোপ দেগেছেন সিপিআইএম সাংসদ জন বিট্রাস।
পহেলগাঁওয়ে পাক সন্ত্রাসের মুখোশ খুলতে বিশ্বজুড়ে প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে শাসক ও বিরোধী দলের নেতাদের নিয়ে তৈরি হয়েছে ৭টি দল। শশী থারুরের পাশাপাশি অন্য একটি দলে রয়েছেন সাংসদ জন বিট্রাসও। সেখানেই অপারেশন সিঁদুরের সাফল্য ও সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে গিয়ে শুরু হল রাজনৈতিক কোন্দল। প্রতিনিধি দলের অংশ হয়ে বর্তমানে আমেরিকায় রয়েছেন শশী। সেখানেই ২০২৩ সালে ভূমিকম্পের সময় তুরস্ককে সাহায্য প্রসঙ্গে কেরল সরকারের সমালোচনা করে তিনি বলেন, “দুই বছরের ব্যবধানে তুরস্কের ঘৃণ্য আচরণ দেখার পর আশা করি কেরল সরকার তাদের ভুল বুঝতে পারবে। ওই সময় কেরল সরকারের তরফে মানবিক সহায়তা ভুল ছিল।” শুধু তাই নয়, শশী আরও বলেন, “তুরস্ককে না দিলে ওই বিপুল পরিমাণ অর্থ কেরল ভূমিধসে বিপর্যস্ত মানুষের সাহায্যে ব্যবহার করতে পারত কেরল সরকার।”
বিদেশের মাটিতে শশী এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। শশীর বিরোধিতায় সরব হয়েছেন কেরলের বাম সাংসদ তথা বর্তমানে বিদেশ সফরে থাকা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য জন বিট্রাস। এক্স হ্যান্ডেলে এর পালটা তিনি লেখেন, ‘শশী থারুরকে আমি শ্রদ্ধা করি। কিন্তু তাঁর এই মন্তব্য এক তরফা। উনি কি জানেন না কেন্দ্রীয় সরকার নিজেই ২০২৩ সালে অপারেশন দোস্তের অধীনে তুরস্ককে সাহায্য করেছিল? আপনাকে জানিয়ে রাখি অপারেশন দোস্ত ভারত সরকারের একটি মানবিক উদ্যোগ। যার মাধ্যমে তুরস্ক ও সিরিয়ায় ত্রাণ এবং উদ্ধারকারী দল পাঠানো হয়।’ পাশাপাশি এই ইস্যুতে মুখ খুলেছেন কেরলের মন্ত্রী কে এন বালাগোপাল। তিনি বলেন, “২০২৩ সালের তুরস্কের ভূমিকম্পের পর আমাদের তরফে মানবিক উদ্যোগ নেওয়া হয়েছিল। বিদেশমন্ত্রকের মাধ্যমে আমরা ওই সাহায্য পাঠাই। ২ বছর পর সেই ঘটনাকে সীমান্ত সন্ত্রাসের সঙ্গে যুক্ত করা ঠিক নয়।”
উল্লেখ্য, পহেলগাঁওয়ে পাক সন্ত্রাসের পর অপারেশন সিঁদুর শুরু করে ভারত। এরপর দিনই ভারতের কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত বেলাগাম ড্রোন হামলা চালায় পাকিস্তান। জানা যায়, ভারতের মাটিতে এই হামলা চালাতে পাকিস্তানকে সাহায্য করেছিল তুরস্ক। এমনকী পাকিস্তানকে সাহায্যের জন্য সেনা আধিকারিকদেরও পাঠানো হয় তুরস্কের তরফে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.