সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাসকদলের সদস্য নন, তিনি বিরোধী সৈনিক। তবে অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রের অবস্থানই তাঁর অবস্থান। আমেরিকায় গিয়ে বোঝালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। মার্কিন মুলুকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে গিয়ে শশী বললেন, “পাকিস্তান সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল থেকেই গিয়েছে। ঠিক যেভাবে ওদের আঘাত করার দরকার, তেমনভাবেই আঘাত করেছে আমার দেশ।”
পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কীভাবে প্রত্যক্ষে জঙ্গিদের মদত দিচ্ছে, সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ভারত। কেন্দ্র সরকার সেই লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত থেকে প্রতিনিধি দল পাঠাচ্ছে। শশী থারুরের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল গিয়েছে আমেরিকায়। সেখানে গিয়েই শশী বললেন, “আমি সরকারের জন্য কাজ করি না। আমি একটি বিরোধী দলের সদস্য। তার পরেও আমি বলছি, ভারত সরকার যে আঘাত পাকিস্তানের বুকে হেনেছে। সেটা একেবারে সঠিক। এই আঘাতটারই দরকার ছিল।”
আমেরিকায় গিয়ে নিউ ইয়র্কে ৯/১১ হামলার স্মৃতিসৌধে যান ভারতীয় সাংসদদের প্রতিনিধিরা। সেখানেও দলের নেতা শশী বলেন, “এই শহর এখনও ভয়ংকর জঙ্গি হামলার স্মৃতি বহন করে চলেছে। ভারতে হামলার পর তাঁদের নিউ ইয়র্কে যাওয়াটা সেজন্যই তাৎপর্যপূর্ণ। শশীর দাবি, সন্ত্রাস রুখতে সবরকমভাবে সতর্ক করা হয়েছিল পাকিস্তানকে। কিন্তু ওদেশে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল থেকেই গিয়েছে। পাকিস্তান ভারতীয় ভুখণ্ড দখলের লোভ ছাড়তে পারছে না। আপনি যেমন আচরণ করবেন তেমনটাই ফেরত পাবেন।”
শশীর সাফ কথা, ভারত যুদ্ধে আগ্রহী নয়। নিজেদের অর্থনীতির উন্নয়ন, নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে বেশি আগ্রহী। কিন্তু পাকিস্তান কিছুতেই জঙ্গিদের মদত দেওয়া থামাচ্ছে না। তাই এই পরিমিত আঘাত জরুরি ছিল। সেটাই ভারত সরকার করেছে। রাজনীতি ভুলে বিদেশের মাটিতে কংগ্রেস সাংসদ যেভাবে দেশের হয় সুর চড়ালেন, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.