Advertisement
Advertisement

Breaking News

Farmer

মার্কিন সংস্থাগুলিকে ভারতে নিষিদ্ধ করা হোক! শুল্কযুদ্ধের আবহে কেন্দ্রকে আর্জি কৃষক নেতার

আর কী বললেন তিনি?

Slamming 50% Trump tariffs, farmer leader Chaduni urges ban on US firms in India
Published by: Subhodeep Mullick
  • Posted:August 14, 2025 1:39 pm
  • Updated:August 14, 2025 1:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন সংস্থাগুলিকে ভারতে নিষিদ্ধ করা হোক। শুল্কযুদ্ধের আবহে কেন্দ্রের কাছে এমনই আর্জি জানালেন ভারতীয় কিষাণ ইউনিয়নের (চাদুনি) প্রধান গুরনাম সিং চাদুনি।

Advertisement

তিনি বলেন, “আমেরিকা ভারতের উপর অনেক বেশি হারে শুল্ক আরোপ করেছে। নয়াদিল্লিরও উচিত এর পালটা দেওয়া। মার্কিন সংস্থাগুলিকে ভারতের মাটিতে নিষিদ্ধ করা হোক। গুরনাম আরও বলেন, “আমেরিকা যখন আমাদের বিরুদ্ধে এরকম পদক্ষেপ করছে। তখন আমাদেরও উচিত এর কড়া জবাব দেওয়া। মার্কিন সংস্থাগুলি সর্বত্র তাদের ব্যবসার প্রসার ঘটাচ্ছে। এটা বন্ধ করতে হবে। সংস্থাগুলিকে ভারতে নিষিদ্ধ করা উচিত। আমরা চাই না কেউ আমাদের উপর কিছু চাপিয়ে দিক। এখনই যদি আমরা কড়া ব্যবস্থা না নিই, তাহলে ভবিষ্যতে আমেরিকা এধরনের কাজ চালিয়ে এবং হুমকি দিয়ে যাবে।”

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন। তাঁর কথায়, “রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের উপর।” অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে আমেরিকা। ট্রাম্পের এই ঘোষণার পরেই দীর্ঘ বিবৃতি প্রকাশ করে ভারতকে একহাত নেয় বিদেশমন্ত্রক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ