Advertisement
Advertisement

Breaking News

Manipur

কাশ্মীরে জঙ্গিদের শায়েস্তা করেছেন, ‘সিংহম’ রাকেশ বালওয়ালকে মণিপুরে পাঠাচ্ছে কেন্দ্র

দুই পড়ুয়ার মৃত্যুর ঘটনায় নতুন করে উত্তপ্ত মণিপুর।

Srinagar SP Called Back To Manipur After Fresh Violence | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 28, 2023 1:09 pm
  • Updated:September 28, 2023 2:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই পড়ুয়ার মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পরে নতুন করে উত্তপ্ত মণিপুর (Manipur)। শুরু হয়েছে হিংসাত্মক প্রতিবাদ। ফের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে শান্তি ফেরাতে জম্মু-কাশ্মীরের ‘সিংহম’ পুলিশকর্তা রাকেশ বালওয়ালকে (Rakesh Balwal) উত্তরপূর্বের রাজ্যে পাঠাচ্ছে কেন্দ্র। ইতিমধ্যে এই বিষয়ে নির্দেশ দিয়েছে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisement

মণিপুরে (Manipur) ইন্টারনেট পরিষেবা ফিরতেই ভাইরাল হয় দুই পড়ুয়ার মৃতদেহের ছবি। গত জুলাই মাস থেকে নিখোঁজ ছিল তারা। দুমাস পরে প্রকাশ্যে এসেছে তাদের মৃতদেহের ছবি। ইতিমধ্যেই মণিপুর সরকারের তরফে জানানো হয়েছে, দুই পড়ুয়ার মৃত্যুর তদন্ত করবে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে প্রশ্ন উঠছে, নিখোঁজ হওয়ার পর এতদিন কেন দুই পড়ুয়ার সন্ধান দিতে পারেনি রাজ্য প্রশাসন? এর জেরেই নতুন করে উত্তপ্ত হয়েছে উত্তরপূর্বের রাজ্যে। শুরু হয়েছে হিংসাত্মক প্রতিবাদ।

[আরও পড়ুন: প্রয়াত ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন]

এই অবস্থায় বালওয়ালকে কাশ্মীর থেকে মণিপুরে বদলির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। কড়া হাতে চূড়ান্ত খারাপ পরিস্থিতি নিয়ন্ত্রণের পূর্ব অভিজ্ঞতা রয়েছে বালওয়ালের। উল্লেখ্য, মণিপুর ক্যাডারের ২০১২ সালের ব্যাচের আইপিএস রাকেশ বালওয়াল। বর্তমানে জম্মু-কাশ্মীরের অন্যতম শীর্ষ পুলিশ আধিকারিক। ২০২১ সালের শেষের দিকে শ্রীনগরের এসএসপি হন তিনি। এর আগে সাড়ে তিন বছর কাজ করেছেন এনআইএ-র এসপি হিসেবে। ২০১৯ সালের পুলওয়ামায় জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ৪০ জন সিআরপিএফ জওয়ানের। ওই হামলার তদন্ত কমিটির অন্যতম সদস্য ছিলেন বালওয়াল। এখন দেখার বালওয়াল মণিপুরকে স্বাভাবিক ছন্দে ফেরাতে পারেন কি না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ