Advertisement
Advertisement

Breaking News

SSC Exam 2025

পরীক্ষার্থীর আবেদনে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, নির্দিষ্ট দিনেই হবে SSC-র পরীক্ষা

সেপ্টেম্বরের ৭ ও ১৪ তারিখ নতুন করে এসএসসি পরীক্ষা হওয়ার কথা।

SSC Exam 2025: Supreme Court Rejects Plea to Postpone
Published by: Sucheta Sengupta
  • Posted:August 25, 2025 4:47 pm
  • Updated:August 25, 2025 6:10 pm   

সোমনাথ রায়, নয়াদিল্লি: এসএসসি পরীক্ষার দিনক্ষণ পিছনো নিয়ে পরীক্ষার্থর আবেদনে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। অর্থাৎ নির্দিষ্ট দিনেই হবে এসএসসি পরীক্ষা (SSC Exam 2025)। সেপ্টেম্বরের ৭ ও ১৪ তারিখ এই পরীক্ষা হওয়ার কথা। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে। পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো জনৈক পরীক্ষার্থীর মামলা খারিজ করে দেওয়া হল। এমনকী তালিকায় ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীদের নাম নিয়ে যে মামলা হয়েছিল, তাও খারিজ করে দেওয়া হয়েছে।

Advertisement

শিক্ষক নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর শীর্ষ আদালতের নির্দেশে সেপ্টেম্বরে নতুন করে পরীক্ষা নেওয়া হচ্ছে। ফলাফলের ভিত্তিতে নতুন প্যানেল তৈরি করে নিয়োগ করার দায়িত্ব স্কুল সার্ভিস কমিশনের। কিন্তু সেই পরীক্ষা নিয়েও মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। টেন্টেড অর্থাৎ ‘দাগি’ চাকরিপ্রার্থীদের নামও পরীক্ষায় বসার যোগ্যদের তালিকায় রয়েছে, এই অভিযোগে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুজাতা দাস নামে জনৈক চাকরিহারা শিক্ষিকা। তিনি দাগিদের পরীক্ষায় বসার সুযোগ না দেওয়া এবং পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। সোমবার সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ।

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের আরও পর্যবেক্ষণ, কোনও চাকরিপ্রার্থী যদি মনে করেন তিনি ‘টেইনটেইড’ বা দাগি নন এবং যথাযোগ্য প্রমাণ দেখাতে পারেন, তবে তা যথোপযুক্ত কিনা, বিবেচনা করতে হবে হাই কোর্টকে। শুনানি পর্বে এ বিষয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, সুজাতা দাসের মতো এরকম অনেকেই আছেন যাঁরা ‘দাগি’দের তালিকায় থাকার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। কিন্তু সেই আবেদন শুনতে অস্বীকার করেছে কলকাতা হাই কোর্ট। তাতে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, শীর্ষ আদালতের নির্দেশের কথা বলে হাই কোর্ট তা শুনতে অস্বীকার করতে পারে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ