Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

স্যানিটারি প্যাড চাওয়ায় ছাত্রীকে ‘শাস্তি’, যোগীরাজ্যের স্কুলের কীর্তি

ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা স্কুল পরীক্ষক দপ্তর।

Student Asked To Leave Classroom After Seeking Sanitary Pad In Uttar Pradesh School

প্রতীকী ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:January 26, 2025 7:25 pm
  • Updated:January 26, 2025 7:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋতুমতী বছর এগারোর বালিকা স্কুলে পরীক্ষা দেওয়ার মাঝেই স্যানিটারি প্যাড চেয়েছিল। এই অপরাধে তাকে ক্লাসঘরের বাইরে এক ঘণ্টারও বেশি সময় অপ্রস্তুত অবস্থায় দাঁড় করিয়ে রাখলেন শিক্ষকরা। যোগীরাজ্যের স্কুলের এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে জেলা স্কুল পরীক্ষক দপ্তর।

Advertisement

ঘটনাটি শনিবারের। স্কুলে থাকাকালীন বালিকার মাসিক রক্তস্রাব শুরু হলে সে প্রিন্সিপালের কাছে সাহায্য চায়। অভিযোগ, ছাত্রীকে স্যানিটারি প্যাড দেওয়া হয়নি। সাহায্য করার বদলে তাকে উপেক্ষা করা হয়। বালিকার বাবা অভিযোগ করেছেন, এদিন পরীক্ষা ছিল তার মেয়ের। তার মধ্যেই সে বুঝতে পারে মাসিক রক্তস্রাব শুরু হয়েছে। ওই অবস্থায় সে প্রিন্সিপালের কাছে স্যানিটারি প্যাড চাইলে তাকে ক্লাসঘর থেকে বের করে দেওয়া হয়। প্রায় ঘণ্টা খানেক এভাবেই তাকে দাঁড়ি করিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ।

মেয়ের কাছ থেকে যাবতীয় ঘটনা শোনার পর জেলা শাসক, জেলা স্কুল পরীক্ষক, রাজ্য মহিলা কমিশন এবং মহিলা কল্যাণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীর বাবা। জেলা স্কুল পরীক্ষক দেবকী নন্দন নিশ্চিত করেছেন যে এই ঘটনার তদন্ত হবে। দোষীদের কঠিন শাস্তি দেওয়া হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ