সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পাঞ্জাবে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন এক পুলিশ কর্তা। তিনি রোপার রেঞ্জের ডিআইজি পদে ছিলেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালিয়ে অভিযুক্ত অফিসারের কাছ থেকে নগদ ৫ কোটি, বিলাবহুল গাড়ি, বিপুল দামি ঘড়ি-সহ বহু কিছু উদ্ধার করেছে বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে।
সূত্রের দাবি, ডিআইজি হরচরণ সিং ভুল্লার ২০০৯ ব্যাচের আইপিএস অফিসার। কয়েকদিন আগে তাঁর নামে পুলিশে অভিযোগ দায়ের করেন আকাশ বাট্টা নামের এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, ৮ লক্ষ টাকা না দিলে মিথ্যে মামলায় তাঁকে ফাঁসানার হুমকি দিচ্ছেন ওই অফিসার। বৃহস্পতিবার মামলাটি নথিবদ্ধ করে সিবিআই। জানা গিয়েছে, অভিযুক্ত অফিসারের সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে কৃষ্ণ নামে তাঁর এক সহযোগীকেও। ওই ব্যক্তিই যে কোনও ঘুষের ক্ষেত্রে মধ্যস্থতার কাজ করতেন বলে অভিযোগ।
বৃহস্পতিবার অভিযুক্তদের ধরতে রীতিমতো ফাঁদ পাতে পুলিশ। ভুল্লারের দাবি মেনে কৃষ্ণকে টাকা দিতে পৌঁছন আকাশ। তিনি টাকা নিতেই পুলিশ সেখানে হাজির হয়ে তাঁকে গ্রেপ্তার করে। সেই সঙ্গেই ফোনে টাকার বিষয়টি ওই ব্যক্তির কাছে স্বীকার করতেই গ্রেপ্তার করা হয় ভুল্লারকেও। দুই অভিযুক্তকে শুক্রবার আদালতে তোলা হবে।
এদিন অভিযুক্ত আইপিএস অফিসারের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়েছে। সিবিআই আধিকারিকরা সাকুল্যে যা পেয়েছেন তা হল- আনুমানিক ৫ কোটি নগদ (এই প্রতিবেদন লেখা পর্যন্ত গণনা চলছে), দেড় কেজি সোনা ও গয়না, পাঞ্জাবে অস্থাবর সম্পত্তির নথি, মার্সিডিজ ও অডির চাবি, ২২টি বিপুল দামি ঘড়ি, ৪০ লিটার মদ, লকারের চাবি, আগ্নেয়াস্ত্র প্রভৃতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.