Advertisement
Advertisement

Breaking News

Supreme Court reservations

ওবিসিদের জন্য ৪২ শতাংশ সংরক্ষণ! তেলেঙ্গানার কংগ্রেস সরকারের সিদ্ধান্ত স্থগিত করল সুপ্রিম কোর্ট

তেলেঙ্গানার স্থানীয় নির্বাচনে ওই সংরক্ষণ কার্যকর করতে চায় কংগ্রেস সরকার।

Supreme Court junks Telangana plea against High Court interim stay on 42% reservations for OBCs
Published by: Subhajit Mandal
  • Posted:October 16, 2025 2:26 pm
  • Updated:October 16, 2025 3:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্রেফ ওবিসিদের জন্য ৪২ শতাংশ সংরক্ষণ! মোট সংরক্ষণের পরিমাণ নির্ধারিত ৫০ শতাংশ মাত্রার অনেক বেশি। তেলেঙ্গানার কংগ্রেস সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আরও একবার স্পষ্ট করে দিল, ওই সংরক্ষণ কার্যকর করা যাবে না। 

Advertisement

তেলেঙ্গানা সরকার চলতি বছর মার্চ মাসে বিধানসভায় একটি বিল পাশ করায়। সেই বিল অনুযায়ী অনগ্রসর জাতির সংরক্ষণ বাড়িয়ে করা হয় ৪২ শতাংশ। যা আগে ছিল ২৯ শতাংশ। তফসিলি জাতির জন্য সংরক্ষণ ১৫ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়। তফসিলি উপজাতির সংরক্ষণের পরিমাণ ৬ শতাংশ থেকে বাড়িয়ে করা হয় ১০ শতাংশ। সব মিলিয়ে এই বিল কার্যকর হলে সরকারি চাকরিতে সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বেড়ে ৭০ শতাংশ হয়ে যাবে।

তেলেঙ্গানার স্থানীয় নির্বাচনে ওই সংরক্ষণ কার্যকর করতে চায় কংগ্রেস সরকার। কিন্তু রাজ্যপাল বিলটিতে ছাড়পত্র না দেওয়ায় নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার আগে সেটা কার্যকর করা যায়নি। ওই বিল পাশ হওয়ার পরই তেলেঙ্গানা হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। তাছাড়া তেলেঙ্গানা হাই কোর্ট বিলটি কার্যকর করার উপর স্থগিতাদেশ দিয়ে দেয়। জানিয়ে দেয়, কোনওভাবেই সংরক্ষণ ৫০ শতাংশের বেশি হতে পারে না। স্থানীয় নির্বাচনে তাই সংরক্ষণ কার্যকর করা যাবে না।

তেলেঙ্গানা হাই কোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রেবন্ত রেড্ডির নেতৃত্বাধীন কংগ্রেস সরকার। তেলেঙ্গানার যুক্তি, সংরক্ষণ বাড়ানোর সিদ্ধান্তটা সরকারের নীতিগত সিদ্ধান্ত। আদালত সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না। তাছাড়া এই সিদ্ধান্তে রাজ্য বিধানসভার সব দলের সমর্থন রয়েছে। কিন্তু শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহেতার বেঞ্চে স্পষ্ট করে দিল, সংরক্ষণের অঙ্কটা ৫০ শতাংশের বেশি করা যায় না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ