ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি প্রকল্পে মুখ্যমন্ত্রীর নাম ব্যবহারে সমস্যা নেই। তামিলনাড়ু সরকারের আবেদন মেনে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলল, দেশের সব রাজ্যে এমনকী কেন্দ্রেও এই প্রবণতা চলছে। তাহলে শুধু তামিলনাড়ু সরকারের প্রকল্প নিয়ে আপত্তি কেন? ‘রাজনীতির লড়াই আদালতে’ টেনে আনার জন্য মামলাকারীকেই পালটা জরিমানা করে সুপ্রিম কোর্ট।
সম্প্রতি তামিলনাড়ুতে ‘উঙ্গালুদান স্ট্যালিন’ নামের একটি প্রকল্প চালু করে। ওই প্রকল্পে কেন মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার হচ্ছে, তা নিয়ে প্রথমে মাদ্রাজ হাই কোর্টে মামলা করেন এআইএডিএমকে সাংসদ সি ভে সণমুগম। তাঁর দাবি মেনে মাদ্রাজ হাই কোর্ট ওই প্রকল্পে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দেয়। মাদ্রাজ হাই কোর্ট জানায়, সরকারি প্রকল্পে মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রীদের নাম ব্যবহার করা যাবে না। পালটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তামিলনাড়ু সরকার।
স্ট্যালিনের আবেদন মেনে সুপ্রিম কোর্ট বলে দিল, তামিলনাড়ুর সরকারি প্রকল্পে মুখ্যমন্ত্রীর নাম ব্যবহারে কোনও আপত্তি নেই। আদালতের পর্যবেক্ষণ, রাজনীতির লড়াই রাজনীতির ময়দানেই লড়া উচিত। ওই সাংসদ যেভাবে নির্দিষ্টভাবে স্ট্যালিনের একটি প্রকল্পকেই নিশানা করেছেন, তাতে তাঁর অভিপ্রায় নিয়ে প্রশ্ন উঠে যায়। প্রধান বিচারপতি বিআর গাভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ মাদ্রাজ হাই কোর্টে চলা মামলা খারিজ করে দিয়েছে। একই সঙ্গে মামলাকারী সাংসদকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে।
আদালতের পর্যবেক্ষণ, গোটা দেশে অনেক প্রকল্পের ক্ষেত্রেই এই প্রবণতা রয়েছে। শুধু তামিলনাড়ুতেই এই ধরনের ৪৫টি প্রকল্প রয়েছে। তাহলে নির্দিষ্ট ওই প্রকল্পকেই কেন নিশানা করা হোক। মামলাকারী যদি সরকারি অর্থ নষ্ট নিয়ে এতই উদ্বিগ্ন হয়ে থাকেন তাহলে সব প্রকল্পের বিরুদ্ধে মামলা নয় কেন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.