সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশি গরুর দুধ নয়, তিরুপতি মন্দিরে ব্যবহার করা হোক দেশি গরুর দুধ। অদ্ভুত এমনই আবেদন জানিয়ে শীর্ষ আদালতে দায়ের হয়েছিল মামলা। সোমবার সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালতের মতে, গরু গরুই হয়। এমন ছোটখাটো বিষয় নিয়ে বিতর্ক তৈরি করা অর্থহীন।
সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি এম.এম. সুন্দরেশ জানান, “গরু গরুই হয়। ঈশ্বরের প্রতি ভালবাসা আমাদের কাজ ও সেবার মাধ্যমে প্রতিফলিত হওয়া উচিৎ। এভাবে ছোটখাটো বিবাদে জড়িয়ে পড়া একেবারেই উচিৎ নয়। সমাজে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমাদের সেদিকে মনোযোগ দেওয়া উচিৎ।” তবে সুপ্রিম কোর্ট এই মামলার শুনানিতে রাজি না হলেও মামলাকারীকে হাই কোর্টে আর্জি জানানোর স্বাধীনতা দেন বিচারপতি।
উল্লেখ্য, বিদেশি গরুর পরিবর্তে তিরুপতি মন্দিরে দেশি গরুর দুধ ব্যবহার করার নির্দেশ দেওয়া হোক ওই মন্দিরের পরিচালক টিটিডিকে। এমনই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। তাঁর দাবি, টিটিডি ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রস্তাব ও নির্দেশ পাশ করেছে তবে তার বাস্তবায়ন করা হচ্ছে না। মামলাকারী বলেন, এই বিষয়টি সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত ফলে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হোক।
এর জবাবে বিচারপতি মানুষের তৈরি করা বৈষম্যকে ইঙ্গিত করে বলেন, ঈশ্বরের কোনও নির্দিষ্ট জাত না স্থানের প্রয়োজন পড়ে না। বিচারপতির কোথায়, “ঈশ্বর সকলের জন্য সমান। ফলে আপনি কখনই বলতে পারেন না ঈশ্বরের পুজায় দেশি গরুর দুধই প্রয়োজন। হতে পারে ঈশ্বরের অন্য কিছুর প্রয়োজন।” পাশাপাশি অতীতে তিরুপতি মন্দিরের লাড্ডু বিতর্ক উসকে দিয়ে রসিকতার সুরে বিচারপতি বলেন, “আমরা কিন্তু এটাও বলতে পারি তিরুপতি মন্দিরের লাড্ডুও দেশি লাড্ডু হওয়া উচিত?”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.